১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


গানের অনুষ্ঠানে সংঘর্ষে নিহত

পাকুন্দিয়ায় শরীফ হত্যার বিচার দাবি

হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধনে স্থানীয়রা : নয়া দিগন্ত -

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গানের অনুষ্ঠানে আয়োজকদের সাথে সংঘর্ষে শরীফ খান (২৩) নামে এক কলেজছাত্র নিহতের ঘটনায় হত্যকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনের সড়কে এ মানববন্ধন হয়। নিহত শরীফ খানের নিজগ্রাম কোষাকান্দা এলাকাবাসীর উদ্যোগে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে শরীফ খানের কলেজের শিক্ষার্থীসহ এলাকার শতাধিক মানুষ অংশ নেয়।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উমর ফারুক জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্না, মেহেদী হাসান ডালিম, শরীফুল ইসলাম, ঢাকার বাংলা কলেজের ছাত্র শাহীন, নিহত শরীফের সহপাঠী খাইরুল, এস এম রুবেল, শাহ আলম প্রমুখ। বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের ফাঁসির দাবি করেন।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া মেলা বাজারে গানের অনুষ্ঠানে আয়োজকদের সাথে গান উপভোগ করতে আসা দর্শকদের সংঘর্ষ হয়। এতে গান শুনতে আসা পাশর্^বর্তী কোষাকান্দা গ্রামের বাসিন্দা শরীফ খান, আজাদ মিয়া ও লিটন মিয়া গুরুতর আহত হন। তাদের মধ্যে শরীফ খান হাসপাতালে মারা যান।


আরো সংবাদ



premium cement