২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ভাঙ্গুড়ায় অর্ধশতাধিক পরিবারের মালামাল লুট

-

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দাসবালাই গ্রামে খাসপুকুর দখল নিয়ে সংঘর্ষে বাবাও ছেলে নিহতের মামলায় আসামি পক্ষের ৫৬টি পরিবার সাত মাসেও বাড়ি ফিরতে পারেনি। তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে বসতভিটা থেকে উচ্ছেদ করা হয়েছে। এ সুযোগে কোটি টাকার স্বর্ণালঙ্কার, ধান, চাল, পাটসহ বিভিন্ন সম্পদ লুটে নেয়া হয়েছে। এ দিকে জীবন-জীবিকা স্থবির হয়ে পড়েছে তাদের।
জানা যায়, গত ২০২০ সালের ১৪ অক্টোবর ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের দাসবেলাই গ্রামে সরকারি খাসপুকুর দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হন। নিহতের স্ত্রী শিউলি বেগম ১৮ জনের নামে থানায় মামলা দায়ের করেন।
এ দিকে বাদি পক্ষের কিছু আত্মীয়স্বজন এ হত্যা মামলাকে পুঁজি করে আসামিদের পবিরারের নারী ও শিশুসহ সাধারণ মানুষকে প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি দেখিয়ে বাপদাদার পৈতৃক ভিটা ছাড়তে বাধ্য করে।
এ দিকে এই সুযোগে ওই গ্রামের মিরাজের ছেলে আমজাদ হোসেন ও আজাহার আলীর ছেলে লিটনের নেতৃত্বে মোসলেমের ছেলে আব্দুল গফুর, মিরাজের ছেলে ফরজ, মতলেবের ছেলে মজনু, আব্দুর হামিদের ছেলে ইউনুছ গং আসামি পক্ষের ৫৬টি পরিবারের ঘরে থাকা নগদ টাকা, সোনা, রোপা, ফসলাদি লুটে নেয়।
লুটপাটের ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বাদি হয়ে পাবনা জুডিশিয়াল আদালতে ১৩ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার পরে লুটপাটকারীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিতাড়িতরা।
ভাঙ্গুড়া থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, লুটপাটের ঘটনায় পাবনা জুডিশিয়াল আদালতে একটি মামলা করেছে তা এখন তদন্তাধীন। নিজ বাড়িতে উঠতে না দেয়ার বিষয়ে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement
দ্বিপক্ষীয় বাণিজ্যিক বাধা দূর করতে সম্মত ভুটান ও বাংলাদেশ চরমোনাই পীরের অসুস্থ ভাইকে দেখতে গেল জামায়াতের প্রতিনিধি দল ব্যাঙ্কিং খাতের অনিয়ম-দুর্নীতি আড়াল করতে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা গাজীপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়ল নেপাল, সতর্ক সংকেত বাংলাদেশের জন্যও গুচ্ছ ভর্তি পরীক্ষা : ১ মে ‘এ' ইউনিটের ফল, ১ আগস্টে ক্লাস শুরু শায়েস্তাগঞ্জে নদীতে গোসলে নেমে এক ভাইয়ের মৃত্যু, নিখোঁজ আরেকজন রোববার থেকে চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক পাকুন্দিয়ায় ইউপি চেয়ারম্যানসহ আসামি ৫২, গ্রেফতার ৪ জাল ভোট হলে তাৎক্ষণিক সেই কেন্দ্রের ভোট বন্ধ : ইসি আহসান হাবিব রাবিপ্রবিতে‘এ’ ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষায় উপস্থিতি ৭৭.৩৯ শতাংশ

সকল