২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ক্যারাগোনানের পরী

ও য়ে ল সে র রূ প ক থা
-

(গত দিনের পর)
রানী বলে, আর কী দেখতে পাচ্ছো হে যুবক? যুবক বলে, ডালার ভিতরে একটি ভোমরা দেখতে পাচ্ছি।
পরীরানী বলেন, হ্যাঁ পাওয়া গেছে রহস্য। এবার তোমাকে যে কাজটি করতে হবে, সেটি বড় কঠিন। আজ চলে যাও তুমি বাড়ি। কাল তোমাকে যে কাজটি করতে হবে, সেটি ভালো করে শুনে নাও।
‘কাল রাত যখন গভীর হবে, তুমি চলে যাবে ওই দেবদারু গাছের নিচে। সাথে শাবল নিয়ে যাবে। গাছের গোড়া খুঁড়ে তুমি ওই স্বর্ণের ডালাটি তুলে আনবে উপরে। এরপর ডালার ভিতর থেকে বের করে আনবে ভোমরাকে। ওটাকে শক্ত করে ধরে দিবে ছুট। দৌড়ে তুমি চলে আসবে এই ছোট্ট পাহাড় টিলার পাদদেশে। তারপর বেয়ে বেয়ে তুমি উপরে ওঠে যাবে। চূড়ায় উঠে ছুড়ে ফেলে দেবে তুমি ভোমরাকে নীল সাগরের জলে। সাথে সাথে ধূলিসাৎ হয়ে যাবে ডাইনি বুড়ির জাদুর তাজ্জালী।’
এটুকু বলার পর পরীরানী থামে খানিকক্ষণ। তারপর আবার শুরু করে সে। বলে, আজ চলে যাও যুবক। কাল রাতে তুমি তোমার কাজ শুরু করে দেবে।
( চলবে)


আরো সংবাদ



premium cement