০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


আমতলীতে জমি দখলের জন্য হয়রানি ও হত্যা চেষ্টার অভিযোগ

-

বরগুনার আমতলী পৌরসভার বঙ্গবন্ধু সড়কের নিখোঁজ মানসুর কবির ও মানসিক ভারসাম্যহীন মরিয়মের একমাত্র মেয়ে ফাতেমাতুজ জোহরা মীমের সম্পত্তি দখলের চক্রান্তের অভিযোগ পাওয়া গেছে। মীমের প্রবাসী মামা আমিনুল ইসলাম খোকন ও আবদুস সাকুর এ সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছেন বলেন অভিযোগ করেছেন মীম। এতিম মীমকে ঘর থেকে তাড়ানোর জন্য প্রতিনিয়ত সন্ত্রাসীরা এসে ভয়ভীতি দেখাচ্ছে। গতকাল শুক্রবার বেলা ১১টার সময় ওই সম্পত্তি দখলের চেষ্টা চালায় খোকন ও সাকুরের পালিত সন্ত্রাসীরা। কিন্তু পুলিশের হস্তক্ষেপে জমি দখলে ব্যর্থ হয় সন্ত্রাসীরা।
জানা গেছে, ২০০০ সালে ফাতোমাতুজ জোহরা মীমকে তিন বছরের রেখে বাবা মানসুর আহম্মেদ কবির নিখোঁজ হন। গত ২০ বছরে তার কোনো সন্ধান মেলেনি। স্বামী নিখোঁজের শোকে মা মরিয়ম বেগম মানসিক ভারসাম্য হয়ে পড়েন। ওই সময় থেকে মীম নানা ইউনুস মিয়ার কাছে লালিত-পালিত হন। ২০০৮ সালে নানা ইউনুস মিয়া নাতিন মীমের নামে দলিল মূলে দোকান ঘরসহ পাঁচ শতাংশ জমি লিখে দেন। ওই জমিতে মীম স্বামী সাইফুর রহমান রাফিকে নিয়ে বসবাস করে আসছেন। ২০১৭ সালে নানার মৃত্যুর পরে নেমে আসে মীমের ওপর অমানুষিক নির্যাতন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মীম ও তার স্বামী সাইফুর রহমান রাফি বাইরে বের হলে মামা খোকন ও সাকুরের পালিত ৭-৮ জন সন্ত্রাসী বাহিনী এসে ঘর ও জমি দখলের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, আমিনুল ইসলাম খোকন ও সাকুরের লোকজন প্রায়ই জমি ও ঘর দখলের জন্য মীম ও তার স্বামীকে হয়রানি ও হত্যার হুমকি দিয়ে আসছে।
আমতলী থানার এ এস আই মোহাম্মদ লিমন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোনো লোকজন পাইনি।
আমতলী থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, মীম জমি পাবেন। তাকে সার্বিকভাবে সহায়তা করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির বিরোধী দলবিহীন পার্লামেন্টের নামে দেশের সম্পদ নষ্ট করার এখতিয়ার কারো নেই: ইসলামী আন্দোলন বাংলাদেশ চলতি মাসে ঢাকা আসছেন ডোনাল্ড লু কমলাপুর মোড় থেকে টিটিপাড়াগামী যানবাহন চলাচল ৬ মাস বন্ধ জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির ধুনটে ট্রাকটরে পিষ্ট হয়ে শিশু নিহত আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে টিটিপি : ডিজি আইএসপিআর ইউরোপ যেতে ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়াদের ১২ ভাগই বাংলাদেশী সব হজযাত্রীর ভিসা হবে, সঠিক সময়েও যাবে : ধর্মমন্ত্রী পশ্চিমবঙ্গের ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি এখনই বাতিল নয় : সুপ্রিম কোর্ট শঙ্কায় ম্যানইউ কনফারেন্স লিগও

সকল