২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সংক্ষিপ্ত সংবাদ

-

বান্দরবানে রাবার শ্রমিকের আত্মহত্যা
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সাকিবুল ইসলাম (১৭) নামে এক রাবার শ্রমিক গলায় ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের পুনর্বাসন পাড়া এলাকার নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন। তার বাবার নাম সেলিম জমাদ্দার। স্থানীয়রা জানিয়েছেন, সকালে মায়ের সাথে টাকা নিয়ে বাগি¦তণ্ডার পরে অভিমান করে আত্মহত্যা করে সাকিব। গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখে দ্রত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বান্দরবান সংবাদদাতা

কাজিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড় গ্রামের বেলাল হোসেনের ছেলে সিহাব হোসেন (১২) শুক্রবার বেলা ১১টায় দিকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর শনিবার দুপুরে বাড়ির পাশে সেতুর নিচ থেকে তাকে মৃত অবস্থা উদ্ধার করা হয়। সিহাব মৃগি রোগ ছিল বলে তার স্বজনরা জানান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুবুলপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছকিনা খাতুন নামে (৪৫) এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ছকিনা খাতুন উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামের বাগান পাড়ার আলতাফ হালসানার স্ত্রী। গতকাল শনিবার বেলা ১টার সময় এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, ছকিনা খাতুন কাপড়কাচার জন্য বাড়ির টিউবওয়েলে যান। এ সময় টিউবওয়েলের সাথে সেট করা মটরের তার মাটিতে পড়ে থাকতে দেখে হাত দিয়ে তুলতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা ছকিনা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। হতভাগ্য ছকিনা খাতুনের চারটি সন্তান রয়েছে। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

নৌকার চাপে পড়ে নিহত ১
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের নাটুয়ারপাড়া ভূট্টা হাটের কাছে গতকাল শনিবার বেলা ১১টায় দুই নৌকায় চাপা পড়ে মনসুরনগর ইউনিয়নের শালগ্রামের মৃত কসের আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) মারা গেছে। এতে ওই গ্রামের আব্দুর রশিদের ফরিদ (৩০) সহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় নৌকাচালক পালিয়ে গেছে। তবে নৌকা মালিকের পরিচয় পাওয়া যায়নি। নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালি ও মনসুর নগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর বিষয়টি নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জ সংবাদদাতা

নালিতাবাড়ীতে নিখোঁজের দু’দিন পর লাশ উদ্ধার
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের দু’দিন পর শুক্রবার সকালে এক যুবকের লাশ ভেসে উঠেছে পুকুরে। খবর পেয়ে লাশটি উদ্ধার করে নালিতাবাড়ী থানার পুলিশ। নিহত যুবকের নাম মিজানুর রহমান (২০)। তিনি উপজেলার খলাভাঙা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মিজানুর রহমান ঢাকা থেকে এসে বুধবার তিনি খলাভাঙা গ্রামে তার বড় চাচা মরিচপুরান ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ওয়াজেদ আলীর বাড়িতে যান। সেখান থেকে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার দু’দিন পর শেষ পর্যন্ত মিজানের লাশ মিলল পুকুরে। শেরপুর সংবাদদাতা

দিরাইয়ে ২০৮ অসহায় পরিবারের মধ্যে ভেড়া বিতরণ
সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২০৮টি অসহায় ও হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রথম ধাপে ২০টি পরিবারের মধ্যে তিনটি করে মোট ৬০টি ভেড়া বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে লোকাল গভর্মেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেটস চেঞ্জের অর্থায়নে পরিষদের সামনে ভেড়া বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন লজিকের মাঠকর্মী রাতুল রায়, জয় চৌধুরী, সমাজসেবক আজিজুল হক, পরিষদের ইউপি সদস্যরা। সুনামগঞ্জ সংবাদদাতা

মঠবাড়িয়ায় পোনা মাছ নিধন : কর্তৃপক্ষ নীরব
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলাব্যাপী নালা-খাল, জলাশয় ও মাঠে এক শ্রেণীর অসাধু মৎস্যশিকারি চাই, বুঝনা, কারেন্ট জাল, গরা জাল, বোটা জাল দিয়ে ডিমওয়ালা মাছ ও রেণু পোনা অবাধে শিকার করছে। এ সকল অসাধু শিকারির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার মিত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক প্রয়োজীয় ব্যবস্থা নিতে মৎস্য কর্মকর্তাকে আদেশ দিলেও তিনি ব্যবস্থা নেয়নি। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক বরাবরের মতো জনবল সঙ্কটের কথা বলে জানান, শিগগিরই অবৈধ মাছ শিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

 


আরো সংবাদ



premium cement
যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত নরসিংদীতে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু হিলিতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ ‘গাজার ধ্বংসাবশেষ পরিষ্কার করতে ১৪ বছর লাগতে পারে’ সখীপুরে ছাগল চুরির মামলায় মা-ছেলে কারাগারে ‘অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না’ রাজশাহীতে হলে ঢুকতে না দেয়ায় রাস্তায় বিসিএস পরীক্ষার্থীর কান্না

সকল