২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


করোনা-পরবর্তী নিউজিল্যান্ডের জীবনযাত্রা যেমন চলছে

ফল প্যাকেটজাত করার একটি কারখানায় কর্মীদের সাথে প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন (বামে) ও জাসিন্ডা আরডার্নকে সাউথ বে মেরিনাতে স্বাগত জানাচ্ছেন তিমি পর্যবেক্ষক কাউয়াহি নাগাপোরা - ছবি : বিবিসি

টানা দুই সপ্তাহ ধরে নতুন কোনো করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত না হওয়ায় ৮ জুন নিউজিল্যান্ড তাদের দেশে জারি করা প্রায় সব ধরনের লকডাউন তুলে নেয়।

২৫ মার্চ লকডাউনে যাওয়ার সময় নিউজিল্যান্ডে চার ধাপের সতর্কতামূলক ব্যবস্থা্ নেয়া হয় এবং চতুর্থ ধাপের লকডাউন জারি করা হয়, যেই ধাপে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পাশাপাশি অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয় এবং মানুষকে ঘরে থাকতে পরামর্শ দেয়া হয়।

এখন ৫০ দিনের কড়া লকডাউনের পর তারা প্রথম ধাপে ফিরে গেছে এবং সেখানে মানুষের জীবনও প্রায় স্বাভাবিকের পর্যায়ে ফিরে গেছে।

যদিও এখনও বিদেশিদের জন্য সীমান্ত বন্ধই রয়েছে, কিন্তু নতুন নিয়মে নাগরিকদের কোনো ধরণের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে না এবং জনসমাগমের ক্ষেত্রেও কোনো বাধা নেই।

সরকারের এখন লক্ষ্য হলো অভ্যন্তরীণ পর্যটনকে উৎসাহিত করা এবং অর্থনীতির পুনর্গঠন।

টরাঙ্গা শহরের একটি কিউই ফল এবং অ্যাভোকাডোর প্যাকেটজাত করার কারখানায় লকডাউনের পর কাজে ফেরাদের সাথে দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

বড় শহর অকল্যান্ডের নির্মাণ শ্রমিকরাও ফিরেছেন কাজে।

তিনমাস বন্ধ থাকার পর সামনের সপ্তাহে আবার মাঠে ফিরছে রাগবি। তাই অনুশীলনে খেলোয়াড়রা।

নিউজিল্যান্ডের পাঁচটি রাগবি ক্লাবকে নিয়ে শুরু হতে যাওয়া ১০ সপ্তাহের আসন্ন টুর্নামেন্টটি হবে কোভিড-১৯ পরবর্তী সময়ে প্রথম বড় খেলাধুলার ইভেন্ট।

৯ জুন থেকে গণপরিবহন ব্যবস্থা চালু হওয়ার পর বাস ও ফেরিতে করে যাতায়াত শুরু হয়েছে।

মানুষের চলাচলের হিসেব রাখতে নিউজিল্যান্ডারদের কাজকর্ম এবং চলাচল ডায়রিতে লিপিবদ্ধ করার অনুরোধ করেছে সরকার।

ঘোরাঘুরির ওপর থেকেও উঠে গেছে নিষেধাজ্ঞা।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
বাইপাস সার্জারির জন্য কৃত্রিম রক্তনালী তৈরির চেষ্টা হামাসকে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলি প্রস্তাব বিবেচনার আহ্বান যুক্তরাজ্যের প্রথমবারের মতো সিরি-এ ম্যাচে ছিলেন সব নারী রেফারি ফেনীতে তাপদাহে তৃষ্ণা মেটাতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে যাদের ইলমে দীন অর্জনের সৌভাগ্য হয়েছে, তারাই প্রকৃত ধনী ৩৩ ইসরাইলির মুক্তির বিনিময়ে গাজায় ৪০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব ইসরাইলের ‘টেকসই প্রস্তাব’ কী হবে হামাসের প্রতিক্রিয়া উইলিয়ামসনের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের রাত ১১টার মধ্যে রাস্তার পাশের চায়ের দোকান বন্ধের নির্দেশ ডিএমপির ব্যাংক একীভূত করার প্রক্রিয়া কি হোঁচট খেল?

সকল