২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

তীব্র শীতে মঙ্গোলিয়ায় ৫০ লাখ প্রাণির মৃত্যু

তীব্র শীতে মঙ্গোলিয়ায় ৫০ লাখ প্রাণির মৃত্যু - ছবি : সংগৃহীত

মঙ্গলিয়া অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে তীব্র ঠান্ডার সম্মুখীন। চলমান এ ঠান্ডায় ৪৭ লাখের বেশি প্রাণির মৃত্যু হয়েছে। একইসাথে হাজারেরও অধিক মানুষ খাদ্য বাসস্থানেও ঠাণ্ডার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।

এমনটাই হুঁশিয়ারি দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য রেড ক্রস (আইএফআরসি)।

ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত তীব্র শীত থাকে মঙ্গোলিয়ায়। এমনকি কিছু জায়গায় তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।

সেখানে প্রায় ৩০ লাখ বাসিন্দা জন্মগতভাবে পশুপালন করে জীবিকা নির্বাহ করে। তারা গরু, ছাগল, ঘোড়া পালন এবং বিক্রি করেই নিজেদের খাবরসহ অন্য প্রয়োজন মেটায়।

আইএফআরসির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক আলেকজান্ডার ম্যাথিউ বলেন, সেখানকার বাসিন্দা নিজেদের বেঁচে থাকাসহ সব প্রয়োজনে যারা গবাদিপশুর ওপর নির্ভরশীল, তারা কয়েক মাসের মধ্যেই একেবারে নিঃস্ব হয়ে গেছে। তাদের কেউ কেউ এখন আর নিজের খাবার জোগাড় বা ঘর উষ্ণ রাখতে সক্ষম নন।

মঙ্গোলিয়ার সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের শেষে ভেড়া, ছাগল, ঘোড়া এবং গরুসহ এ ধরণের ৬ কোটি ৪৭ লাখ প্রাণী ছিল। তাপমাত্রা অতিরিক্ত নেমে গেলে বিপুল সংখ্যক গবাদিপশুর মৃত্যু হয়।

জাতিসঙ্ঘের এক প্রতিবেদনে বলা হয়, এ বছর শীত স্বাভাবিকের চেয়ে বেশি তীব্র ছিল। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা অতিরিক্ত নেমে যাওয়ায় শীতের তীব্রতা বাড়ছে। এমন আবহাওয়া ‘জুড’ নামে পরিচিত। মঙ্গোলিয়া গত এক দশকে ছয়টি জুডের সম্মুখীন হয়েছে।

মঙ্গোলিয়া বিশ্বের সবচেয়ে কম জনবহুল দেশের মধ্যে একটি। দেশটির ৩৩ লাখ জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ যাযাবর।

সরকার কৃষকদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এরই মধ্যে পশুপালকদের খড় সরবরাহ করার জন্য একটি প্রচারাভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।


আরো সংবাদ



premium cement
নারায়ণগঞ্জে ৭ খুন : বিচার কোন পর্যায়ে? মৌলভীবাজারে কালবৈশাখীর তাণ্ডব, খোলা আকাশের নিচে অনেক পরিবার গুচ্ছ ভর্তি পরীক্ষা : জবিতে মোট উপস্থিতি ৮৩ শতাংশ ব্যস্ত শহর বগুড়া ফাঁকা : বৃষ্টির জন্য নামাজ আদায় অব্যাহত ষড়যন্ত্র রুখে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সমৃদ্ধ জনপদে পরিণত করবো : ড. শফিকুল ইসলাম মাসুদ কক্সবাজার সমুদ্র সৈকতে হিট স্ট্রোকে পর্যটকের মৃত্যু জামালপুরে বউ-শাশুড়ি দ্বন্দ্বের জেরে সংঘর্ষ : নিহত ১, আহত ২ ঈশ্বরদীর তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি, বেঁকে যাচ্ছে রেলপথ আটক জাহাজের ক্রুদের ছেড়ে দেবে ইরান ফতুল্লা ৮৩০ গার্মেন্টেস শ্রমিক বিরুদ্ধে মামলা শ্রীনগরে ২ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদ

সকল