২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


প্রশান্ত মহাসাগরে অগ্ন্যুৎপাত : পেরুর উপকূলে ‘পরিবেশগত জরুরি অবস্থা’ ঘোষণা

পেরুর ক্যাভেরো বিচে ছড়িয়ে পড়া তেল পরিষ্কার করছেন কর্মীরা - ছবি : সংগৃহীত

তেল ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত উপকূলের অংশটিতে, পেরু শনিবার ‘পরিবেশগত জরুরি অবস্থা’ ঘোষণা করেছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট বিশাল ঢেউয়ের কারণে তেল ছড়িয়ে পড়ার ঘটনাটি ঘটে।

৯০ দিনের জন্য জারি করা এই আদেশের পাশাপাশি দেশটির সরকার জানায় যে, তারা ক্ষতিগ্রস্ত সৈকতগুলোর ‘টেকসই ব্যবস্থাপনা’ পরিকল্পনা করছে। শনিবার একটি তেল শোধনাগারে আনলোডিংয়ের সময় একটি জাহাজ থেকে ৬ হাজার ব্যারেল তেল ছড়িয়ে ২১টি সৈকত ক্ষতিগ্রস্ত হয়েছে।

টোঙ্গার কাছে সমুদ্রতলদেশে একটি প্রবল শক্তিশালী অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট সুনামির কারণে এই দুর্ঘটনাটি ঘটে। সুনামির ফলে প্যাসিফিক জুড়েই বিশাল আকারের ঢেউ ছড়িয়ে পড়ে যা যুক্তরাষ্ট্র পর্যন্তও পৌঁছে গিয়েছিল।

পেরুতে লিমা’র কাছাকাছি এই ছড়িয়ে পড়া তেলের কারণে সমুদ্রসৈকত দূষিত হয়ে গেছে। এছাড়াও অনেক পাখি মারা গেছে, মৎস্য আহরণ ও পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।

তেল শোধনাগারটির মালিকানায় থাকা স্পেনের জ্বালানি কোম্পানি রেপসলের কাছ থেকে, ক্ষতিপূরণ দাবি করেছে দেশটির সরকার।

দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানায় যে, ১৭৪ হেক্টরের সমুদ্রসৈকত ও প্রাকৃতিক মজুদ- তেল ছড়িয়ে পড়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিমাণ জায়গা ২৭০টি ফুটবল মাঠের সমান।

কর্মীরা ছড়িয়ে পড়া তেল অপসারণে কাজ করে যাচ্ছেন। জরুরি তেল অপসারণ অভিযানের জন্য স্বল্পমেয়াদে রেপসল দায়ী। তাদের শোধনাগারটি লিমা’র কাছের ভেনটানিল্লা শহরে অবস্থিত।

রেপসল জানিয়েছে যে, প্যাসিফিকে অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট সুনামির কারণে তেল ছড়িয়ে পড়ার ঘটনাটি ঘটে।

কোম্পানিটি বলছে যে, তারা এই তেল ছড়িয়ে পড়ার জন্য দায়ী নয়। এর পক্ষে তারা যুক্তি দিয়েছে যে দেশটির সরকার তাদেরকে এ ব্যাপারে কোনো সতর্কতা প্রদান করেনি যে পৃথিবীর আরেকপ্রান্তে সমুদ্রের তলদেশে বিস্ফোরণের ফলে সেখানের সমুদ্রে কোনো বিপদের আভাস রয়েছে।


আরো সংবাদ



premium cement
বাইপাস সার্জারির জন্য কৃত্রিম রক্তনালী তৈরির চেষ্টা হামাসকে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলি প্রস্তাব বিবেচনার আহ্বান যুক্তরাজ্যের প্রথমবারের মতো সিরি-এ ম্যাচে ছিলেন সব নারী রেফারি ফেনীতে তাপদাহে তৃষ্ণা মেটাতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে যাদের ইলমে দীন অর্জনের সৌভাগ্য হয়েছে, তারাই প্রকৃত ধনী ৩৩ ইসরাইলির মুক্তির বিনিময়ে গাজায় ৪০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব ইসরাইলের ‘টেকসই প্রস্তাব’ কী হবে হামাসের প্রতিক্রিয়া উইলিয়ামসনের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের রাত ১১টার মধ্যে রাস্তার পাশের চায়ের দোকান বন্ধের নির্দেশ ডিএমপির ব্যাংক একীভূত করার প্রক্রিয়া কি হোঁচট খেল?

সকল