০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


সরকার যদি জনমতকে অবজ্ঞা করেন সেটা হবে চরম স্বেচ্ছাচারিতা : বি. চৌধুরী

বি. চৌধুরী - সংগৃহীত

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী কোটা ও নিরাপদ সড়ক আন্দোলনে গ্রেফতার ছাত্র ও ফটো সাংবাদিক শহিদুল আলমের মুক্তি দাবি করেছেন। তিনি বলেন, সরকার যদি সারা পৃথিবীর জনমতকে অবজ্ঞা করেন সেটা হবে চরম স্বেচ্ছাচারিতা।

বি. চৌধুরী সোমবার এক বিবৃতিতে একথা বলেন। বলেন, গ্রেফতার ফটো সাংবাদিক শহিদুল আলমের ব্যাপারে ১১ জন নোবেল লরিয়েটসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য, বিবৃতি এসেছে। তিনি বলেন, আমি আশা করি সরকার অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সারাবিশ্ব জনমতের প্রতি শ্রদ্ধা দেখাবেন। তিনি ঈদের আগেই শহিদুল আলমকে মুক্তি দেওয়া হোক, বিকল্পধারা ও যুক্তফ্রন্টের পক্ষে জোর দাবি জানান।

এদিকে কোটা ও নিরাপদ সড়ক আন্দোলনকারীদের মধ্যে যারা ইতিমধ্যে জামিন পেয়েছেন আমি তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, পরিবারের সাথে তাদের ঈদ আনন্দময় হোক এই কামনা করছি। বিবৃতিতে তিনি আরো বলেন, আমি আশা করছি ওই দুই আন্দোলনে গ্রেফতার বাকি ছাত্রদেরও ঈদের আগেই ছেড়ে দেওয়া হবে।


আরো সংবাদ



premium cement