১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


মাওলানা মামুনুল হকের সাথে উলামা-মাশায়েখ পরিষদের সাক্ষাৎ

মাওলানা মামুনুল হকের সাথে উলামা-মাশায়েখ পরিষদের সাক্ষাৎ - ছবি : সংগৃহীত

হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উলামা-মাশায়েখ পরিষদের শীর্ষ নেতারা।

রোববার উলামা-মাশায়েখ পরিষদের সেক্রেটারি ড. মাওলানা খলীলুর রহমান মাদানীর নেতৃত্বে তারা এ সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলের নেতারা আল্লামা মামুনুল হকের সার্বিক খোঁজ-খবর নেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসেন, ড. মাওলানা হাবিবুর রহমান, ডক্টর মুফতি আবু ইউসুফ খান, মাওলানা কাজী জালাল উদ্দিন, মাওলানা আবুল কাশেম গাজী, অধ্যক্ষ মাওলানা শহিদুল্লাহ, মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, মুফতী নূরুজ্জামান নোমানী, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন, মুফতি মহিউদ্দিন, মুফতি তাজুল ইসলাম, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ শিবলী, মুফতি মাওলানা তাজুল ইসলাম কাউসার, ড. মাওলানা আব্দুল জব্বার খান, মোহাম্মদ কামরুল হোসাইন প্রমুখ।

মাওলানা খলীলুর রহমান মাদানী বলেন,‘বর্তমান জালেম সরকার ক্ষমতায় আসার পর থেকেই উলামা-মাশায়েখসহ বিরোধী মতের লোকদের হামলা-মামলা ও জেল-জুলুম-নির্যাতন করে হয়রানি করছে। তারই ধারাবাহিকতায় সরকারের ভয়াবহ নির্যাতনের শিকার হন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব সদ্য কারামুক্ত মজলুম আলেমে দ্বীন আল্লামা মামুনুল হক। আমরা সরকারের এই জুলুম-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখনো শতশত আলেম জালেমের কারাগারে আটক রয়েছেন। আমরা তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী বগুড়ায় অবৈধ মজুদকৃত ১ লাখ ডিম উদ্ধার তথ্যের জন্য সাংবাদিকরা শতবার কেন্দ্রীয় ব্যাংকে যেতে পারেন : ডেপুটি গভর্নর ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত আফগানিস্তানে গুলিতে ৩ স্প্যানিশ ও ৩ আফগান নিহত বিভিন্ন অপরাধে সাতজনের ফাঁসি কার্যকর করল ইরান কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা ‘প্রাচীন হিব্রুদের সাথে ইসরাইলি ইহুদিদের জেনেটিক সংযোগ নেই’

সকল