০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


মার্কিন সিনেটে নাফটা অনুমোদন

-

২৬ বছরের পুরনো বাণিজ্য চুক্তি নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (নাফটা) অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। অনুমোদিত চুক্তিটিতে শ্রম ও গাড়ির সরঞ্জাম সংশিøষ্ট আইনে জোর দেয়া হয়েছে। তবে এতে মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির (ইউএসএমসিএ) বার্ষিক বাণিজ্যপ্রবাহ পূর্ববর্তী ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে অপরিবর্তিত রাখা হয়েছে।
ব্যাপক সংস্কারের পর গত ১৯ ডিসেম্বর মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হয় ইউএসএমসিএ প্র¯Íাবটি। এরপর গত বৃহস্পতিবার প্র¯Íাবটির ওপর সিনেটে ভোট হয়। এতে প্র¯Íাবের পক্ষে ৮৯ ও বিপক্ষে ১০ ভোট পড়ে। এখন এটি আইনে পরিণত হওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।
প্রসঙ্গত, চীনের সাথে প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তি সইয়ের একদিন আগে ও সিনেটে ট্রাম্পের ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরুর পরের দিন প্র¯Íাবটি সিনেটে পাস হয়। বহু কাক্সিক্ষত প্রথম পর্যায়ের চীন-মার্কিন বাণিজ্য চুক্তি স্বাক্ষর হওয়ার খবরে মার্কিন এসঅ্যান্ডপি ৫০০ শেয়ার সূচক বৃহস্পতিবার ৩ হাজার ৩০০ পয়েন্ট বাড়ে। অন্য দিকে চাঙ্গা ভাব দেখা দিয়েছে দেশটির প্রকৃত খুচরা বিক্রি ও মরগান স্ট্যানলির আয়ে।


আরো সংবাদ



premium cement