Naya Diganta

ভারত ফেনী নদীর পানি নিলে বন্ধ হয়ে যাবে ষষ্ঠ মুহুরী সেচ প্রকল্প : সুশীল ফোরাম

মানবিক কারণে বাংলাদেশ ভারতেকে ফেনী নদী থেকে ১.৮২ কিউসেক পানি দেয়ার চুক্তির প্রতিক্রিয়ায় সুশীল ফোরামের সভাপতি মো: জাহিদ বলেন, কয়েক বছর আগেই ফেনী নদী থেকে ৩৬টি উচ্চক্ষমতা সম্পন্ন পাম্পের মাধ্যমে চুক্তি ছাড়াই বাড়তি পানি তুলে নেয় ভারত। তিনি বলেন, পানি নেয়া এই প্রক্রিয়াটি বন্ধ করতে হবে। কেননা ভারত চুক্তির অতিরিক্ত পানি তুলে নিলে বাংলাদেশ মারাত্মক ক্ষতির মুখে পড়বে।
তা ছাড়া ফেনী নদী কোনো আন্তর্জাতিক নদী নয়, এটি বাংলাদেশের নদী। জাহিদ বলেন, উদ্বেগের বিষয় হলো ভারত ৩৬টি উচ্চক্ষমতাসম্পন্ন পাম্পের মাধ্যমে ৭০ কিউসেকের বেশি পানি কোনোরকম সমঝোতা ছাড়াই উত্তোলন করে নিয়ে যাচ্ছে। এর ফলে বাংলাদেশের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ফেনী নদী থেকে চুক্তির অতিরিক্ত পানি নিলে বিরূপ প্রভাব পড়তে পারে বাংলাদেশের পরিবেশের ওপর। ভারত ফেনী নদীর পানি নিলে বন্ধ হয়ে যেতে পারে দেশের ষষ্ঠ মুহুরী সেচ প্রকল্প। ফেনী নদী মুহুরী-কহুরী নদীর তীরবর্তী ৪০ হাজার হেক্টর জমিতে শুষ্ক মওসুমের আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা আছে। পানির অভাবে বন্ধ হয়ে যেতে পারে কয়েক লাখ মৎস্য খামার। বিজ্ঞপ্তি।