২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


২ উপজেলা ২ পৌরসভা ও ১১ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

-

দুই উপজেলা, দুই পৌরসভা ও ১১টি ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গত সোমবার রাতে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থীদের চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
জানা গেছে, ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় মো: কাউছার ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মো: মোস্তফা মুন্সী দলীয় মনোনয়ন পেয়েছেন। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌরসভায় মো: মিজানুর রশীদ ভূঁইয়া ও চাঁদপুর জেলার চাঁদপুর পৌরসভায় মো: জিল্লুর রহমান দলীয় মনোনয়ন পেয়েছেন।
এ ছাড়া কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: সাখাওয়াৎ হোসেন সনোয়ার, গাইবান্ধা সদরের সাহাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: রেকায়েতুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: ইসমাইল হোসেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: শহিদুল করিম শিবলী, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: আজিজুল হক ও নাটুদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: শফিকুল ইসলাম, নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মমিনুর রহমান, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে নুরুল আমিন, জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: সুরুজ্জামান, সুনামগঞ্জের বিশ^ম্ভরপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী ও কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: খোরশেদ আলম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।


আরো সংবাদ



premium cement