২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


আরব আমিরাতে অবৈধ শ্রমিক সাধারণ ক্ষমার মেয়াদ আরো ১ মাস বেড়েছে

-

সংযুক্ত আরব আমিরাতে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ দেশটির সরকার আরো এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে। পূর্ববর্তী হিসাবে সাধারণ ক্ষমার মেয়াদ ৩১ অক্টোবর শেষ হওয়ার কথা। কিন্তু এখন এক মাস সময় বৃদ্ধির কারণে আগামী ১ ডিসেম্বর শেষ হবে এই মেয়াদ।
দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট অফিস সংশ্লিষ্টরা জানিয়েছে, যেসব বাংলাদেশী এখনো বৈধ হতে পারেননি তারা অবিলম্বে সাধারণ ক্ষমার আওতায় সেখানে বৈধভাবে থাকার সুযোগ পাবেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতে অবৈধ প্রবাসীদের বৈধতা দেয়ার জন্য দেশটির সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল। ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই সাধারণ ক্ষমার মেয়াদ ছিল। যার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। অবশ্য এই সময়ের মধ্যে অবৈধভাবে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশীদের দেশটির ইমিগ্রেশন বিভাগে আবেদন জমা দেয়ার কথা বলা হয়। এবার দ্বিতীয় দফায় ১ ডিসেম্বর পর্যন্ত এই ক্ষমার মেয়াদ বাড়ানো হয়েছে। আমিরাতে অনেক অবৈধ প্রবাসী বাংলাদেশী রয়েছেন। এই সুযোগ গ্রহণ করতে পারবেন তারাও।
গতকাল রাতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি নয়া দিগন্তকে বলেন, আমিরাতে অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানো হয়েছে এটা আমার জানা নেই। তবে বিষয়টি জেনে জানাতে পারব। এই মুহূর্তে আমি একটি ট্রেনিং সেন্টার ভিজিটে ফেনী রয়েছি।
এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, এ তথ্য তিনিও জানেন না। বিষয়টি মিশন সংশ্লিষ্টরা বলতে পারবেন বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement
হামাসকে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলি প্রস্তাব বিবেচনার আহ্বান যুক্তরাজ্যের প্রথমবারের মতো সিরি-এ ম্যাচে ছিলেন সব নারী রেফারি ফেনীতে তাপদাহে তৃষ্ণা মেটাতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে যাদের ইলমে দীন অর্জনের সৌভাগ্য হয়েছে, তারাই প্রকৃত ধনী ৩৩ ইসরাইলির মুক্তির বিনিময়ে গাজায় ৪০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব ইসরাইলের ‘টেকসই প্রস্তাব’ কী হবে হামাসের প্রতিক্রিয়া উইলিয়ামসনের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের রাত ১১টার মধ্যে রাস্তার পাশের চায়ের দোকান বন্ধের নির্দেশ ডিএমপির ব্যাংক একীভূত করার প্রক্রিয়া কি হোঁচট খেল? ফেনীতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ

সকল