০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


সন্দেহভাজনকে গ্রেফতার করেছে নেদারল্যান্ডসের পুলিশ

- ছবি : সংগৃহীত

নেদারল্যান্ডসের ইউট্রেক্ট শহরে ট্রামে বন্দুক হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তুরস্কের নাগরিক ৩৭ বছর বয়সী গোকমেন টানিসকে হামলার বেশ কয়েক ঘন্টা পর ঘটনাস্থলের প্রায় ৩ কিলোমিটার দূরে একটি বাড়িতে পাওয়া যায়। কর্তৃপক্ষ বলছে হামলাকারীর উদ্দেশ্য এখনো পরিস্কারভাবে জানা যায়নি।

ঐ ঘটনার পর সারা শহরের সবগুলো স্কুল বন্ধ করে দেয়া হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।

যা ঘটেছিল সোমবার
সোমবার নেদারল্যান্ডসের স্থানীয় সময় সকাল ১০ টা ৪৫ মিনিটে ইউট্রেক্ট শহরের একটি ট্রামে গুলি চলছে বলে খবর পায় পুলিশ। স্থানীয় গণমাধ্যমকে একজন প্রত্যক্ষদর্শী জানান, 'এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করেন।' আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

ঐ ঘটনার পর স্থানীয় সব স্কুল বন্ধ করে দেয়া হয় এবং বিমানবন্দর, মসজিদে নিরাপত্তা জোরদার করা হয়। সামাজিক মাধ্যমে সন্দেহভাজনের একটি ছবিও প্রকাশ করে পুলিশ। পরে ঘটনাস্থলের কাছেই একটি বাড়ি ঘেরাও করে রাখে পুলিশ এবং সোমবার সন্ধ্যায় সেখান থেকে মি. টানিসকে গ্রেপ্তার করা হয়।


সন্দেহভাজন সম্পর্কে কী জানা যাচ্ছে
পুলিশ বলেছে, আপাতদৃষ্টিতে হামলার ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে মনে করা হচ্ছে। কিন্তু সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে একজন আইনজীবী বলেন 'পারিবারিক কারণে' ঘটানো হতে পারে এই ঘটনা।

ঐ আইনজীবী বলেন, গোকমান টানিস ডাচ পুলিশের কাছে পরিচিত ছিলেন।

একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, গোকমান টানিস একসময় রাশিয়ার প্রজাতন্ত্র চেচনিয়ায় যুদ্ধ করেছেন। ঐ অঞ্চলে বহুদিন ইসলামিক স্টেটের সাথে সম্পৃক্ত বেশকিছু জিহাদি গ্রুপ সক্রিয় ছিল।

ঐ ব্যবসায়ী জানান, "আইএস'এর সাথে সম্পৃক্তরা অভিয়োগে তাকে একবার গ্রেপ্তারও করে পরে আবার তাকে ছেড়েও দেয়া হয়।"


আরো সংবাদ



premium cement
জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির বিরোধী দলবিহীন পার্লামেন্টের নামে দেশের সম্পদ নষ্ট করার এখতিয়ার কারো নেই: ইসলামী আন্দোলন বাংলাদেশ চলতি মাসে ঢাকা আসছেন ডোনাল্ড লু কমলাপুর মোড় থেকে টিটিপাড়াগামী যানবাহন চলাচল ৬ মাস বন্ধ জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির ধুনটে ট্রাকটরে পিষ্ট হয়ে শিশু নিহত আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে টিটিপি : ডিজি আইএসপিআর ইউরোপ যেতে ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়াদের ১২ ভাগই বাংলাদেশী সব হজযাত্রীর ভিসা হবে, সঠিক সময়েও যাবে : ধর্মমন্ত্রী পশ্চিমবঙ্গের ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি এখনই বাতিল নয় : সুপ্রিম কোর্ট শঙ্কায় ম্যানইউ কনফারেন্স লিগও

সকল