১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


স্বামী হত্যায় ভাই জড়িত বলে দাবি ছাত্রলীগ নেতা লিমনের স্ত্রীর

স্বামী হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন স্ত্রী রূপা আক্তার। (ইনসেটে) নিহত ছাত্রলীগ নেতা লিমন - নয়া দিগন্ত

রূপা আক্তার। বয়স এখনও ২০। ৪ মাসের অন্তঃসত্ত্বা। এরই মাঝে হারিয়েছেন স্বামীকে। রূপার দাবি তার স্বামী মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিমন মজুমদারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আর এই খুনের সাথে রূপার ভাই আসিফ জড়িত। স্বামী হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে মঙ্গলবার দুপুরে মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে লিমনের পরিবার।

সংবাদ সম্মেলনে নিহত ছাত্রলীগ নেতা লিমনের সন্তান সম্ভবা স্ত্রী রূপা আক্তার কান্না জড়িত কন্ঠে বলেন,‘আমার অনাগত সন্তানের ভবিষ্যৎ কি হবে? কে ওকে আদর করবে? আমার স্বামী হত্যার বিচার চাই। আমার স্বামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। খুনের সাথে অনেকেই জড়িত। এর আগে বিভিন্ন সময় লিমনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। সেসব হুমকির কলরেকর্ডও আছে। এরপরও হত্যাকান্ডের ১০দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত লিমনের বাবা বাবুল মজুমদার। তিনি বলেন,‘আমরা ১১জনের নাম উল্লেখ করে কোর্টে একটি মামলা দায়ের করেছি। পুলিশ রহস্যজনক কারণে কাউকে আটক করতে পারেনি। তদন্ত কাজেও তাদের ধীরগতি। আমরা চাই মামলার তদন্ত সিআইডি করুক।’

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান বলেন,‘পুলিশ তদন্ত করছে। তদন্তের স্বার্থে সব কিছু বলা যাবে না। তবে খুনিরা পুলিশের নজরদারিতে আছে।’

উল্লেখ্য, মাদারীপুর শহরের একটি নির্মাণনাধীন ভবন থেকে গত ২৫ মার্চ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিমন মজুমদারের লাশ উদ্ধার করা হয়।

আরো পড়ুন : মাদারীপুরে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

নয়া দিগন্ত অনলাইন, (২৫ মার্চ ২০১৯)

মাদারীপুরে এক ছাত্রলীগ নেতার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম লিমন মজুমদার। তিনি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। সোমবার সকালে পৌর শহরের আমিরাবাদ এলাকার লিয়াকত আলীর নিমার্ণাধীন ভবনের দোতলা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশ মাদারীপুর মর্গে পাঠানো হয়। তবে লিমনের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে আমিরাবাগ এলাকার মিলন সিনেমা হলের পেছনে লিয়াকত আলীর নির্মাণাধীন ভবনের দোতলায় লিমন মজুমদারের গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠায়। এসময় লিমনের গলায় গামছা পেচানো থাকলেও দুপা মাটির সঙ্গে লেগে ছিল। এতে তার পরিবার দাবি করছে, পূর্ব পরিকল্পিতভাবে কেউ হত্যা করে রেখে গেছে।

লিমন মজুমদার সবুজবাগ এলাকার বাবুল মজুমদারের ছেলে। তিনি ছাত্রলীগের সহ-সভাপতি ছাড়াও  বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তার এই রহস্যজনক মৃত্যতে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

লিমনের বাবা বাবুল মজুমদার বলেন, ‘কিছুদিন যাবত লিমনের সাথে পরিবারের সাথে একটু ঝামেলা হচ্ছিল। এই কারণে মাঝে মাঝেই লিমন বাড়িতে থাকতো না। কেউ পরিকল্পিতভাবে লিমনকে হত্যা করে ঝুলিয়ে রেখে গেছে। এটা হত্যা, আত্মহত্যা না। আমি আইনগত ব্যবস্থা নেব।’

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেয়া হবে। তবে লিমনের পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement
প্রতিটি ঘরে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছাতে হবে : মোবারক হোসাইন নাঙ্গলকোটে বিয়ের দাবিতে প্রেমিকা তরুণীর অনশন, পলাতক প্রেমিক চার উইকেট নেই জিম্বাবুয়ের বরিশাল অঞ্চল জামায়াতের উপজেলা আমির সম্মেলন অনুষ্ঠিত তারা আহম্মকের স্বর্গে বাস করেন : শাহজাহান খান অসাম্প্রদায়িকতার প্রতীক পহেলা বৈশাখ আমাদের মূল চালিকাশক্তি : পররাষ্ট্রমন্ত্রী রাণীনগরে নদীতে ডুবে জেলের মৃত্যু ভোটের অধিকার কেড়ে নেয়ায় জনগণের আদালতে আ’লীগের বিচার হবে: জোনায়েদ সাকি হঠাৎ বেসামাল বাংলাদেশ, গুটিয়ে গেল অল্পতেই মারাত্মক বিপর্যয়ে বাংলাদেশ আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করলে দেশের সেবায় নিয়োজিত হব : ড. খন্দকার মোশাররফ

সকল