২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


চার উইকেট নেই জিম্বাবুয়ের

চার উইকেট নেই জিম্বাবুয়ের - সংগৃহীত

ভালো নেই জিম্বাবুয়েও। সফরকারীদের চেপে ধরেছে টাইগার বোলাররা। পঞ্চাশ পেরোতেই ভাঙন ধরেছে মিডল অর্ডারে। ১০ ওভারে ৫৮ রানে নেই ৪ উইকেট।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় জিম্বাবুয়ে। ইনিংসের চতুর্থ বলে ০ রানে ফেরেন ব্যানেট। পরের উইকেটটাও আসে তাসকিনের হাতে। চতুর্থ ওভারে এসে সিকান্দার রাজাকে ফেরান তিনি।

তিনে নেমে জিম্বাবুয়ে অধিনায়ক আউট হন ১০ বলে ১৭ রানে। পরের ওভারেই মারুমানিকে ফেরান সাকিব। ১৩ বলে ১৪ রান করে এলবিডব্লুর ফাঁদে পড়েন তিনি। ৪.৪ ওভারে ৩২ রানে ৩ উইকেট হারায় তারা।

চতুর্থ উইকেটের পতন হয় ৯.৩ ওভারে, দলীয় ৫৭ রানে। ক্লিভ মাদান্দেকে ফেরান রিশাদ হোসেন। ১৮ বলে ১২ করে আউট হন তিনি।

এই মুহূর্তে ১১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৬১ রান। জয়ের জন্য জিম্বাবুয়ের শেষ ৫৪ বলে চাই ৮৩ রানে। হাতে ৬ উইকেট।


আরো সংবাদ



premium cement