০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


মাদারীপুরে ব্রিজের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ

-

মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভাগদী গ্রামের লোকজন ও ১১৪ নং ত্রিভাগদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক কোমলমতি শিক্ষার্থী শনিবার সকালে যাতায়াতের একমাত্র ভাঙ্গা সাঁকোটির স্থানে নতুন একটি ব্রিজের দাবিতে ঘন্টাব্যাপী মানবন্ধন ও আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে।

আন্দোলনকারীদের অভিযোগ, বিভিন্ন দফতরে বহুবার আবেদন করলেও কোনো সুফল পায়নি। তাই তাদের এই মানববন্ধন ও সড়ক অবরোধ। তাদের একটাই দাবি যাতায়তের জন্য একটি ব্রিজ দরকার।

মানববন্ধনে কোমলমতি শিক্ষার্থী ও এলাকাবাসীরা জানায়, যোগাযোগের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকোটিও কয়েকদিন আগে ভেঙ্গে পড়ে যায়। ফলে তারা বর্তমানে ওই এলাকার মূল সড়ক থেকে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তাই তাদের স্বাভাবিক চলাচলের জন্য একটি ব্রিজ অতি জরুরি হয়ে পড়েছে।

এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহিদুজ্জামান নিপুন, সহ-সভাপতি আব্দুল গফুর সরদার, সদস্য ফারুক হাওলাদার, ছাত্রলীগ নেতা মইনুল হোসেনসহ শিক্ষক-ম্যানেজিং কমিটিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুদ্দিন গিয়াস জানান, ব্রিজের ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ বা এলাকাবাসীর পক্ষে কেউ আমাকে জানায়নি। তারপরও আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো। তারা নির্দেশনা দিলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
‘২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রফতানি আয় করবে পোশাক শিল্প’ প্যারিসে গুলিতে একজন নিহত, বেশ ক’জন আহত ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত শ্রদ্ধা-ভালোবাসায় বিদায় নিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ফেনীতে চাঁদা না পেয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ বর্তমান সরকার অন্যের দ্বারা নিয়ন্ত্রিত : কর্নেল অলি গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের বিয়ের এক সপ্তাহের মাথায় দুর্ঘটনায় স্বামী নিহত, আইসিইউতে স্ত্রী গোবিন্দগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২ টানা ৮ দফা কমার পর আবার বাড়লো স্বর্ণের দাম

সকল