২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


জা না-অজানা

গন্ধকের ব্যবহার

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো কিছু মৌলিক পদার্থ সম্পর্কে জেনে থাকবে। আজ জানবে গন্ধক সম্পর্কে। এটি একটি অধাতব মৌলিক পদার্থ। এ পদার্থের রঙ কেমন? উজ্জ্বল হলুদ। গন্ধ কেমন? উগ্র।
গন্ধক প্রধানত ব্যবহার করা হয় বারুদ তৈরি করতে। কিছু ওষুধ তৈরি করতেও গন্ধক লাগে। আরো অনেক কাজে এ পদার্থ ব্যবহার করা হয়। বড় হয়ে তোমরা এ বিষয়ে নিশ্চয়ই জানবে। কেউবা করবে গবেষণা। মনে রেখো, গন্ধকের ইংরেজি সালফার। এবার ছবি দেখো।
-ইমরুল হাসান


আরো সংবাদ



premium cement