০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


শ্রী ল ঙ্কা র রূ প ক থা কুমড়া চুরি যাওয়ার পরের ঘটনা

-

এক যে ছিলেন চাষি। দেশ-বিদেশে অনেক অনেক সুনাম তার। তিনি যখন যা চাষ করেন, তাই দারুণ ফলে। সে এক আশ্চর্য ঘটনা। এরকম অন্য কারো ক্ষেত্রে ঘটে না। এলাকার অন্যান্য চাষি তার প্রতি ঈর্ষান্বিত। বিখ্যাত সেই চাষি একবার তার খেতে কুমড়ার চাষ করলেন।
ভীষণ ভালো ফলন হয়েছে। সব কুমড়াই বড় বড় সাইজের। তার মধ্যে একটা কুমড়া হয়েছে বেশ বড়। চাষি তার খেতে গিয়ে রোজ সেই কুমড়া দেখেন। দেখতে দেখতে মনটা জুড়িয়ে যায় তার। তিনি ভাবেন, কুমড়াটা আরো বড় হোক। এ সময় হাটে নিয়ে বেচলে পরে অনেক টাকা পাবো। সেই টাকা দিয়ে সংসারের দরকারি জিনিসপত্র কেনা যাবে।
এক রাতে সর্বনাশ হয়ে গেল চাষির। কুমড়া চুরি হয়ে গেল। পরের দিন খেতে গিয়ে চাষির চোখ ছানাবড়া। কুমড়া গেল কই? তিনি হতভম্ব। মনটা ভীষণ খারাপ। কে করল এমন সর্বনেশে কাজ?
গাঁয়ের মোড়লের কাছে এই নিয়ে তিনি সালিস করলেন।
(চলবে)

 


আরো সংবাদ



premium cement