০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


আজও টস হেরেছে বাংলাদেশ

টস করছেন মাশরাফি মর্তুজা (ফাইল ফটো) - সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে'তে টস হেরেছিল বাংলাদেশ। ক্যারিবীয়রা টাইগারদের বল করতে পাঠিয়েছিল। সেই ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছিল মাশরাফিরা। আজও টস হেরেছে বাংলাদেশ। তবে আজ তাদের বল করতে পাঠায়নি উইন্ডিজ। নিজেরাই নামছে বল করতে। ব্যাট করতে নামবে বাংলাদেশ।

দুপুর ১টায় শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশের একাদশে আজ কোনো পরিবর্তন আনা হয়নি। প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামছে টাইগাররা।

আজ টস করার সাথে সাথে বাংলাদেশের সর্বাধিক ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করার কৃতিত্ব অর্জন করলেন মাশরাফি মতুর্জা। তার সাথে এখন রয়েছেন হাবিবুল বাশার। সিলেটে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস করতে নামলে সবাইকে ছাড়িয়ে আকাশে উড়বে নড়াইল এক্সপ্রেস।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মতুর্জা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।


আরো সংবাদ



premium cement