২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

মানববন্ধনে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ সরকার চামড়া বাজারে নৈরাজ্য সৃষ্টি করে এতিমের পেটে লাথি মেরেছে

-

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, চামড়ার বাজারে নৈরাজ্য সৃষ্টি করে দাম বিপর্যয়ের মাধ্যমে সরকার গরিব ও এতিমের পেটে লাথি মেরেছে। যারা এতিমের হক নষ্ট করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সিন্ডিকেটে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে। দেশে রফতানিমুখী বড় শিল্প পাট, চা, চামড়া এই তিনটি শিল্পকেই সরকার ধ্বংস করে দিয়েছে। চামড়া শিল্প ধ্বংসে শিল্প ও বাণিজ্যমন্ত্রী মন্ত্রণালয় অপরকে দোষারোপ করে দায়ভার এড়াতে চাচ্ছে। কিন্তু সরকার এর দায়ভার কোনোক্রমেই এড়াতে পারবে না। সংশ্লিষ্ট মন্ত্রীদেরকে পদত্যাগ করলেই হবে না, তিনি দেশের সঙ্কট নিরসনে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে নতুন নির্বাচন দেয়ার দাবি জানান।
গতকাল চামড়া শিল্প ধ্বংসের প্রতিবাদে ইসলামী আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দলের ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সহ-প্রচার সম্পাদক মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, নগর সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন, আলহাজ আনোয়ার হোসেন, মাওলানা এ বি এম জাকারিয়া, ডা: শহিদুল ইসলাম, যুবনেতা আজিজুল হক, মুফতি ফরিদুল ইসলাম, মুহা: ফজলুল হক মৃধা প্রমুখ। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement