২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

প্রফেসর আজহার শিক্ষা ও গবেষণায় দেশপ্রেমকেই অগ্রাধিকার দিয়েছেন : আইআইইউসি ভিসি

-

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভাইস চ্যান্সেলর প্রফেসর কে এম গোলাম মহিউদ্দীন বলেছেন, প্রফেসর ড. আজহার এক অনন্য জীবনের অধিকারী। শিক্ষা ও গবেষণায় তিনি দেশপ্রেমকেই অগ্রাধিকার দিয়েছেন।
গত শনিবার আইআইইউসির প্রফেসর এমিরিটাস ও সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলামের সংবর্ধনা গ্রন্থ ট্যুর দ্য সিএমপির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইআইইউসির ভিসি প্রফেসর এ অভিমত ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো: দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ এবং প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, ট্রিপল ই বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আতহারউদ্দিন, ফিমেল জোন চিফ সালমা হক, ট্রান্সপোর্ট ডিভিশনের পরিচালক মহিউদ্দিন হোসাইন এবং পরিচিতি পাঠ করেন অতিরিক্ত পরিচালক সিরাজুল আরেফিন। মঞ্চে আরো উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নূরুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন ফার্মেসি বিভাগের প্রফেসর ড. আকতার সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর কে এম গোলাম মহিউদ্দীন বলেন, প্রফেসর ড. আজহারুল ইসলামের জীবন অনেক বর্ণাঢ্য অধ্যায়ে সমৃদ্ধ। শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতায় এক অনন্য জীবন তার। বিশ্ববিদালয়ের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বিকাশে প্রফেসর আজহার অত্যন্ত দক্ষতার সাথে করেছেন। আইআইইউসির শিক্ষকদের গবেষণামুখী করতে তার অবদান অবিস্মরণীয়। বিশেষ অতিথির বক্তব্যে আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ বলেন, জীবনকে যারা একটা রুটিনের ভেতর নিয়ে আসতে পেরেছেন তারাই সফল এবং সমাজ ও দেশকে তারাই কিছু দিতে পারেন। এ ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম। তিনি আইআইইউসির প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন এবং এই বিশ্ববিদালয়ের আশি শতাংশ নিয়ম-কানুন তার হাতেই হয়েছে।
আইআইইউসির প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, এমন একজন জ্ঞানীজন দীর্ঘ দিন আইআইইউসির ভাইস চ্যান্সেলর থাকায় এই বিশ্ববিদালয়ের গবেষণা কাজ ত্বরান্বিত হয়েছে। তিনি বলেন, সময়কে ধরার জন্য অগ্রসরমান হতে হবে। যাদের ইভেন্ট বেশি তারা সময়কে মূল্য দিয়েছেন। সময়ের সদ্ব্যবহার যারা করেন তারাই সফল হন। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর গোলাম মহিউদ্দীন প্রফেসর আজহারুল ইসলামের সংবর্ধনা গ্রন্থ ট্যুর দ্য সিএমপির মোড়ক উন্মোচন করেন এবং আইআইইউসির পক্ষ থেকে তাকে সম্মাননা উপহার দেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
কুষ্টিয়াতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৫ চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত নরসিংদীতে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু হিলিতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

সকল