২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
সিলেট আইনজীবী সমিতি

জামিল সভাপতি ও হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত

-

সিলেট জেলা আইনজীবী সমিতির ২০১৯ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে মো: জামিলুল হক জামিল ও সাধারণ সম্পাদক পদে হোসেন আহমদ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ২টায় ফলাফল ঘোষণা করা হয়। এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
জেলা আইনজীবী সমিতির নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) জানান, নির্বাচনে সমিতির ১৩ শ’ ৮৬ জন ভোটারের মধ্যে ১১ শ’ ছয়জন ভোট দিয়েছেন। সভাপতি পদে মো: জামিলুল হক জামিল ৪৫৩ ভোট ও সাধারণ সম্পাদক পদে হোসেন আহমদ ৫৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে অন্য প্রার্থীদের মধ্যে অ্যাডভোকেট মো: সামছুল হক ৩১১ ভোট, অ্যাডভোকেট মো: মিনহাজ উদ্দিন খান ২৬১ ভোট ও অ্যাডভোকেট আব্দুল মালিক ৫৫ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে অন্য প্রার্থীদের মধ্যে অ্যাডভোকেট মো: আব্দুল কুদ্দুছ ৩৯২ ভোট ও অ্যাডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী (জুবের) পেয়েছেন ৯৫ ভোট।
সহসভাপতি-১ পদে মো: মুছলেহ উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহসভাপতি-২ পদে অ্যাডভোকেট মো: এখলাছুর রহমান ৬১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সৈয়দ ফেরদৌস আহমদ পেয়েছেন ৩০৫ ভোট। যুগ্ম সম্পাদকের দু’টি পদে অ্যাডভোকেট শংকর লাল দাস ৪৪৪ ভোট এবং অ্যাডভোকেট জোহরা জেসমিন ৪৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থীদের মধ্যে অ্যাডভোকেট মো: হুমায়ুন রশীদ (সোয়েব) ৪১৩ ভোট, অ্যাডভোকেট জাকিয়া জালাল ২৯৭ ভোট, অ্যাডভোকেট মো: সফিকুল ইসলাম ২০৬ ভোট এবং অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন ৯৯ ভোট পেয়েছেন। সমাজকল্যাণবিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট রাশিদা সাঈদা খানম ৬০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো: তাজউদ্দিন (মাখন) পেয়েছেন ৪৩৭ ভোট। সহসমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট মো: আলী হায়দার ফারুক ৪৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থীদের মধ্যে অ্যাডভোকেট মো: হাবিবুর রহমান ২৬৬ ভোট ও অ্যাডভোকেট মো: আলাউদ্দিন পেয়েছেন ২৬৪ ভোট। লাইব্রেরি সম্পাদক পদে অন্য কোনো প্রার্থী না থাকায় অ্যাডভোকেট এম আব্দুল করিম আকবরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কর্মকর্তা পদে অ্যাডভোকেট আলী মোস্তফা মিশকাতুন-নূর ৬৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো: আলিম উদ্দিন পেয়েছেন ৩৭৬ ভোট। সহকারী নির্বাচন কর্মকর্তার দু’টি পদে অ্যাডভোকেট মোহাম্মদ মখলিছুর রহমান ৬১৬ ভোট ও নেপাল চন্দ্র চন্দ ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মো: লিয়াকত আলী পেয়েছেন ২৫৪ ভোট।
সহ-সম্পাদকের তিনটি পদে অ্যাডভোকেট মো: সাইফুর রহমান খন্দকার (রানা) ৭০৫ ভোট, অ্যাডভোকেট মো: রবিউল ইসলাম ৬০৯ ভোট এবং অ্যাডভোকেট মো: আব্দুল্লাহ আল হেলাল ৫৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থীদের মধ্যে অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান ৫৪৬ ভোট এবং অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবীর পেয়েছেন ৩৮৮ ভোট।
কার্যনির্বাহী সদস্যের ১১টি পদের জন্য ১২ জন সিনিয়র আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে সর্বোচ্চ ৯৩৬ ভোট পেয়ে অ্যাডভোকেট মো: আজিজুর রহমান প্রথম স্থান লাভ করেছেন। বিজয়ী অপর ১০ জনের মধ্যে অ্যাডভোকেট দীনা ইয়াসমীন ৯০৯ ভোট, অ্যাডভোকেট মো: আব্দুল মান্নান চৌধুরী ৮৭৬ ভোট, মো: আখতার হোসেন খান ৮১৭ ভোট, অ্যাডভোকেট এ এস এম আব্দুল গফুর ৭৯১ ভোট, অ্যাডভোকেট মো: জমিরুল ইসলাম চৌধুরী ৭৮৫ ভোট, অ্যাডভোকেট মো: ছয়ফুল হোসেন ৭২৪ ভোট, অ্যাডভোকেট গৌর বিকাশ চৌধুরী ৭২১ ভোট, অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরী ৭১৮ ভোট, অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রব ৭১৬ ভোট এবং অ্যাডভোকেট মো: ওবায়দুর রহমান ৭১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।


আরো সংবাদ



premium cement