৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


ঢাবির ‘ঘ’ ইউনিটে পুনরায় ভর্তি পরীক্ষা সম্পন্ন

-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে পুনরায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ক্যাম্পাসের ১৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এক ঘণ্টার এ পরীক্ষা বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত চলে। তবে এবার কোনো প্রশ্নপত্র দেয়া হয়নি। বরাবরের মতোই এবারো পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে অভিমত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
গত ১২ অক্টোবর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার ৪৬৩ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৬১৫ শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। পরীক্ষা চলাকালীন ঢাকা বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো: আখতারুজ্জামান বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো: কামাল উদ্দীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক সাদেকা হালিম, প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ দিকে পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে কয়েকজন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে না দেয়া নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়মানুযায়ী প্রত্যেক ভর্তি ইচ্ছুককে পরীক্ষার ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হয়। তবে কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা শুরুর পনেরো মিনিট আগে কলা ভবনের মূল ফটকে এলে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের হলে প্রবেশ করতে বাধা দেন। ঢুকতে না দেয়ায় ওই শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে ধাক্কাধাক্কি করে শিক্ষার্থীরা প্রবেশ করতে চাইলে গেটের কাচ ভেঙে পড়ে এক শিক্ষার্থী আহত হন। এ সময় এক অভিভাবকও অসুস্থ হয়ে পড়েন। পরে অবশ্য শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়।
এ দিকে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, প্রশ্নপত্র বেশ কঠিন হয়েছে। বেশ কিছু শিক্ষার্থীকে কান্নাকাটি করতে দেখা গেছে। প্রশ্নপত্র রেখে দেয়া হয়েছে। জাওয়াদ মুন্সী নামের এক শিক্ষার্থী জানান, ‘এবারের প্রশ্নপত্র বেশ কঠিন হয়েছে। তবে সবচেয়ে বেশি কঠিন হয়েছে সাধারণ জ্ঞান অংশের আন্তর্জাতিক বিষয়াবলি। প্রশ্ন রেখে দেয়ায় উত্তর মেলাতে পারছি না। ভর্তির সুযোগ পাব কি না বলতে পারছি না।’
প্রশ্নপত্র সরবরাহ না করার বিষয়ে অধ্যাপক সাদেকা হালিম সাংবাদিকদের জানান, এটা ভর্তি পরীক্ষা সমন্বয়কারী কমিটির সিদ্ধান্ত। এখন থেকে প্রতি বছর প্রশ্নপত্র রেখে দেয়া হবে। এর আগেও বিশ^বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র রেখে দেয়া হয়েছে।
পরীক্ষার সার্বিক বিষয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী সাংবাদিকদের জানান, বিশ^বিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রচেষ্টায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ছিল।


আরো সংবাদ



premium cement
ধরপাকড়ের মধ্যেই ফিলিস্তিনিদের সমর্থনে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ অব্যাহত যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা নিহত ফিলিপাইনের তাপমাত্রা ৫০ ডিগ্রি, বাড়তে পারে আরো শিখ নেতা পান্নুনকে খুন করতে ‘হিটম্যান’ পাঠিয়েছিলেন ‘র অফিসার’ : ওয়াশিংটন পোস্ট দিল্লিকে উড়িয়ে দ্বিতীয় স্থানে কেকেআর করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার অ্যাস্ট্রাজেনেকার বাইডেনকে পিছনে ফেলে দিলেন ট্রাম্প ইউরোপের ‘গাজা’ যুদ্ধ আসছে শয়তানবাদ! পার্বত্য চট্টগ্রামে কেএনএফের উত্থান ও করণীয় রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির কর্মীকে বেদম প্রহার সাধারণ সম্পাদক গ্রুপের

সকল