২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

গণতন্ত্রের সঙ্কট কাটাতেই ঐক্যের চেষ্টা করছে যুক্তফ্রন্ট : মান্না

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন মাহমুদুর রহমান মান্না : নয়া দিগন্ত -

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, গণতন্ত্রের সঙ্কট কাটাতেই ঐক্যের চেষ্টা করছে যুক্তফ্রন্ট।
গতকাল সকালে রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মান্না বলেন, ভারসাম্যের ভিত্তিতে সরকার গঠনে কাজ করছে রাজনৈতিক জোট যুক্তফ্রন্ট, কোনো ব্যক্তি বা পরিবারকে ক্ষমতায় বসাতে নয়।
তিনি বলেন, আগামী নির্বাচনের আগে সংসদ বাতিল করতে হবে। নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন করতে হবে।
মান্না আরো বলেন, যারাই ক্ষমতায় যাবেন, তারা যদি একক, নিরঙ্কুশ হয়ে যেতে পারেন এবং যাচ্ছেতাই করতে পারেন; তাহলে গণতন্ত্র কখনই হবে না। এ জন্য আমরা প্রথম থেকেই বলছি, দুটোর বিকল্প একটা শক্তি তৈরি করতে হবে। অন্ততপক্ষে ভারসাম্য যাতে বজায় করা যায় এবং কোনো ব্যক্তি বা পরিবার বা গোষ্ঠীকে ক্ষমতায় বসানোটা কোনোভাবেই গণতন্ত্র নয়। এই কনসেপ্টটা বাকিদের এগ্রি করতে হবে।
সংবাদ সম্মেলনে বিকল্পধারার মুখপাত্র মাহী বি. চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে এবং সে নির্বাচনে ভালোভাবেই অংশ নিতে চায় যুক্তফ্রন্ট। তবে জামায়াতকে সঙ্গে নিয়ে কোনো ঐক্য করা হবে না বলে জানান তিনি।

 


আরো সংবাদ



premium cement