০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


গোসল করতে গিয়ে সমুদ্রে ভেসে গেছে এই শিক্ষার্থী

- ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা পার্কি সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে ফটিকছড়ি ধর্মপুরের মো. মিনহাজ (১৪) নামে নবম শ্রেণীর এক স্কুল ছাত্র ভেসে গেছে।

১৫ জুন শনিবার সকাল ১০ টায় সমুদ্রে গোসল করতে গিয়ে ভেসে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সমুদ্রের নিখোঁজ মিনহাজ ওই গ্রামের প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে ও জামানপুর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।

এই রিপোর্ট লেখা পর্যন্ত সমুদ্রে নিখোঁজ মিনহাজরে কোন সন্ধান পাওয়া যায়নি।

আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ইনচার্জ দুলাল মিত্র বলেন, ফটিকছড়ি থেকে ১৬ জন বিভিন্ন বয়সের ছেলেরা পার্কি সমুদ্র সৈকতে বেড়াতে আসে। এসম মিনহাজ সমুদ্রে গোসল করতে নামার সাথে সাথে ভেসে গিয়ে নিখোঁজ হয়। এই খবর পাওয়ার পর দুপুরের দিকে ৩ সদস্যের একটি ডুবুরি দল তার সন্ধান চালিয়ে গেলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

ফটিকছড়ি ধর্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুল কাইয়ুম জানান, নিখোঁজ মিনহাজ প্রবাসী মোহাম্মদ আলীর ১ পুত্র ও ১ মেয়ের মধ্যে মিনহাজ বড় ছিল বড় ছেলে।


আরো সংবাদ



premium cement