২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


  সংক্ষিপ্ত সংবাদ

-

ঝালকাঠিতে ২৩ মাদক কারবারির আত্মসমর্পণ
ঝালকাঠিতে ২৩ জন মাদককারবারি আত্মসমর্পণ করে সুস্থ জীবনে ফিরে এসেছে। বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম গত বুধবার দুপুর ১২টায় ঝালকাঠি পুলিশ লাইনস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে তাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং আত্মকর্মসংস্থানসহ স্বাভাবিক জীবনযাপনে পুলিশের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি আলোর পথে ফিরে আসা ব্যক্তিদের হাতে শীতবস্ত্রও তুলে দেন। এ নিয়ে ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ২০৩ জন মাদককারবারি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। ঝালকাঠি সংবাদদাতা
বগুড়ায় তিন দিনব্যাপী ভ্যাট মেলা শুরু
মানুষকে ভ্যাট প্রদানে সচেতন করা, সৃষ্ট ভীতি দূর করাসহ রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্য নিয়ে বগুড়ায় ভ্যাট মেলার আয়োজন করা হয়েছে। আজ ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বগুড়া পর্যটন মোটেলে ভ্যাট মেলা অনুষ্ঠিত হবে। বুধবার বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কামটমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগ এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে বগুড়া বিভাগীয় সহকারী কমিশনার নজরুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি জানান, চলতি অর্থবছরে বগুড়া জেলায় ৪১ কোটি টাকা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং এ পর্যন্ত আদায় হয়েছে ৬৫ কোটি ৮০ লাখ টাকা। গত বছর এ বিভাগে রাজস্ব আদায় হয়েছে ২৯৭ কোটি ৯৩ লাখ টাকা। বগুড়া অফিস
ওসমানীনগরে দুর্ধর্ষ
ডাকাত গ্রেফতার
সিলেটের ওসমানীনগরের কুখ্যাত শহীদ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ধৃত আব্দুস শহীদ এলাকার চিহ্নিত ডাকাত হিসেবে বিভিন্ন এলাকায় ডাকাতির সাথে জড়িত। সে উপজেলার ব্রাহ্মণগ্রাম গ্রামের আব্দুল আজিজের ছেলে। শহীদের বিরুদ্ধে ছয়টি ডাকাতি মামলাসহ মোট আটটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ শহীদের বাড়ির পাশে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেন। তার বিরুদ্ধে অস্ত্র মামলা রুজুর প্রক্রিয়া চলছে। ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা
লাকসামে মাদরাসা ভবনের কাজ শুরু
শিক্ষা প্রকৌশল অধিদফতরের মাধ্যমে ‘নির্বাচিত মাদরাসাগুলোর উন্নয়ন’ প্রকল্পে বরাদ্দ পাওয়া কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার চারতলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বেইস ঢালাই কাজ শুরুর মাধ্যমে দুই কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে তিন হাজার ৩৭৭ বর্গফুট আয়তনের এ ভবনের নির্মাণকাজ উদ্বোধন করেন। লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা
হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পূর্ব গোবরাকুড়া গ্রামে জালাল উদ্দিনের ছেলে জজ মিয়া (২২)। গত মঙ্গলবার সন্ধ্যায় ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুতের খুঁটি থেকে বাঁশ দিয়ে সংযোগ দেয়ার সময় তার ছিঁড়ে জজ মিয়ার গলায় লেগে যায়। তাকে উদ্ধার করে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার জজ মিয়াকে মৃত ঘোষণা করেন। হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা


আরো সংবাদ



premium cement