১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন জকোভিচ, নাদালের পাশে লিখলেন নিজের নাম

নোভাক জকোভিচ - ছবি : সংগৃহীত

রেকর্ড গড়ার হাতছানি নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পা রাখেন নোভাক জকোভিচ। কিন্তু সেই রেকর্ড যে এত সহজে ধরা দেবে সেটা কে জানতো? মেলবোর্নে নিজের চেনা আঙিনায় সহজেই নিজের কাজটা করে নিলেন সার্বিয়ান তারকা। পুরুষ এককের ফাইনালে স্টেফানো সিৎসিফাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন জকোভিচ। একইসাথে রেকর্ড গ্র্যান্ড স্লামের মালিক রাফায়েল নাদালের পাশে নিজের নাম লিখেছেন নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সার্বিয়ান তারকা জিতেছেন ৬-৩,৭-৬, ৭-৬ (৭ /৫) গেমে।

রোববার পুরুষ এককের ফাইনালে স্টেফানো সিৎসিফাসকে হারিয়ে দেন ৩৫ বছর বয়সী জকোভিচ।

অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট জিতে রেকর্ড গড়েছেন জকোভিচ। পুরুষ এককে এতদিন ধরে সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড নিজের দখলে রেখেছিলেন রাফায়েল নাদাল। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন জকোভিচ। পুরুষ এককে নাদালের সাথে যৌথভাবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের রাজা এখন সার্বিয়ান তারকা।

এখানেই শেষ নয়, এতদিন ধরে মেলবোর্নে সর্বোচ্চ ৯ বার চ্যাম্পিয়ন হওয়ার মালিক ছিলেন জকোভিচ। এবার সেই রেকর্ডটাকেও বাড়িয়ে নিলেন। মেলবোর্ন পার্কে আজ নিজের দশম শিরোপা উঁচিয়ে ধরলেন টেনিসের রাজা।

শিরোপার লড়াইয়ে প্রথম সেটে জকোভিচের সামনে দাঁড়াতেই পারেননি সিৎসিফাস। হেরে যান ৬-৩ ব্যবধানে। তবে দ্বিতীয় সেটে লড়াই জমিয়ে তোলেন। দীর্ঘ লড়াইয়ের পর সেই সেটেও হেরে বসেন। পরপর দুই সেটে হেরে আর ঘুরে দাঁড়ানো হলো না গ্রিস তারকার। তৃতীয় সেটেও জয় তুলে নিয়ে শিরোপা উঁচিয়ে ধরলেন জকোভিচ। এ নিয়ে দ্বিতীয়বার জোকোভিচের কাছে গ্র্যান্ড স্লাম হারালেন সিৎসিফাস। ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ‘জোকার’ খ্যাত জোকোভিচের কাছে হৃদয় ভেঙেছিল ২৪ বছর বয়সী গ্রিক তারকার। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্লামে হারায় প্রধান কোনো ওপেনে ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্নটা আরেকবার বিসর্জন দিলেন সিৎসিফাস।


আরো সংবাদ



premium cement
পঞ্চগড়ে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশীর লাশ হস্তান্তর কালীগঞ্জে আম পাড়তে গিয়ে কিশোরের মৃত্যু ‘নুসুক’ কার্ডধারী ছাড়া অন্য কারো মাশায়েরে মুকাদ্দাসায় প্রবেশ নিষিদ্ধ বোলারদের নৈপুণ্যে কষ্টার্জিত জয় বাংলাদেশের প্রতিটি ঘরে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছাতে হবে : মোবারক হোসাইন নাঙ্গলকোটে বিয়ের দাবিতে প্রেমিকা তরুণীর অনশন, পলাতক প্রেমিক চার উইকেট নেই জিম্বাবুয়ের বরিশাল অঞ্চল জামায়াতের উপজেলা আমির সম্মেলন অনুষ্ঠিত তারা আহম্মকের স্বর্গে বাস করেন : শাহজাহান খান অসাম্প্রদায়িকতার প্রতীক পহেলা বৈশাখ আমাদের মূল চালিকাশক্তি : পররাষ্ট্রমন্ত্রী রাণীনগরে নদীতে ডুবে জেলের মৃত্যু

সকল