০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


টাই ব্রেকার নিয়ে সতর্ক ফেদেরার

-

অস্ট্রেলিয়ান ওপেনের আসন্ন আসরে প্রথমবারের মত জয়ী খেলোয়াড় নির্ধারণে শেষ সেটে টাই ব্রেক নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। নতুন নিয়মকে সামনে রেখে তারকা খেলোয়াড় রজার ফেদেরার ও অ্যাঞ্জেলিক কারবার বেশ সতর্কতার সাথে বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।

আগামী ১৪ জানুয়ারি থেকে মেলবোর্নে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শুরু হতে যাচ্ছে। দুই খেলোয়াড় যখন শেষ সেটে ৬-৬ স্কোরে থাকবে তখন সেট নির্ধারণীতে প্রথাগত নিয়ম ভেঙে টাই ব্রেকে নিষ্পত্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। শেষ সেটে টাই ব্রেকে জয়ী হতে হলে কোনো একজনকে অন্তত দুই পয়েন্টের ব্যবধানে ১০ পয়েন্টে পৌঁছাতে হবে।

নতুন নিয়মে অস্ট্রেলিয়ান ওপেনে চালু হওয়ার মাধ্যমে চারটি স্ল্যামে এখন এই নিয়ম ব্যবহৃত হবে। শুধুমাত্র ফ্রেঞ্চ ওপেনে এই নিয়মের ব্যতিক্রম থাকছে।

পার্থে চলতি সপ্তাহে অনুষ্ঠিত হফম্যান কাপে কথা বলতে গিয়ে ফেদেরার বলেছেন নতুন নিয়মের মাধ্যমে শেষ সেটের ম্যারাথান গেমগুলোকে তিনি বেশ মিস করবেন। ফেদেরার বলেন, ‘পঞ্চম সেটে ৭০-৬৮ পয়েন্টগুলো আমরা মিস করবো।’

২০১০ সালে উইম্বলডনে জন ইসনার ও নিকোলাস মাহুতের জনপ্রিয় ফাইনাল সেটের উদ্ধৃতি দিয়ে তিনি একথাগুলো বলেন।

তারপরেও টানা তৃতীয় অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই ফেদেরার মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন। সব মিলিয়ে এবার জিততে পারলে এটি হবে ক্যারিয়ারের সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। ফেদেরার বলেন, ব্যক্তিগতভাবে আমি সব ধরনের ফর্মেটের সাথে মানিয়ে নিতে পারি। মূল কথা হচ্ছে ৬-৬ থাকার সময় যে কারোরই ম্যাচটি জেতার সম্ভাবনা থাকে। সে কারণেই কিভাবে ম্যাচটি শেষ হলো সেটা আমার কাছে জরুরি নয়।

এদিকে দুর্দান্ত শারিরীক ফিটনেসের কারণে বিশ্ব টেনিসের নারী বিভাগে খ্যাত কারবার মনে করেন নতুন নিয়ম নিয়ে খেলার সময়ই চিন্তা করতে হবে। ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী কারবার বলেন, ‘আমি সবসময়ই শারিরীক ম্যাচ পছন্দ করি। অস্ট্রেলিয়ায় খেলতে আসলে অবশ্যই তাকে ফিট থাকতে হবে। এখানকার আবহাওয়া, কন্ডিশন সত্যিই কঠিন, প্রচণ্ড গরমের সাথে খেলতে প্রস্তুত থাকতে হবে। আমি এখনো জানি না নতুন নিয়ম আমার পছন্দ হবে কিনা।’

গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে সিমোনা হালেপের কাছে শেষ সেটে ৯-৭ গেমে পরাজিত হয়ে বিদায় নিয়েছিলেন এই জার্মান তারকা। তিনি মনে করেন নতুন নিয়মটি অপেক্ষাকৃত সহজ।


আরো সংবাদ



premium cement
এবার যুদ্ধবিরতির প্রস্তাব বিষয়ে আলোচনা করতে কায়রো যাচ্ছে ইসরাইলি প্রতিনিধি দল ভারতে ক্যানসার রোগীর সংখ্যা বাড়ছে নিউইয়র্কে অভিজাত ফ্যাশন শো’র কাছে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ নির্বাচনের আগের দিন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সামচুল আলম কারাগারে মান্দায় ৫ বছরের শিশুকে ধর্ষণ : বৃদ্ধ গ্রেফতার রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত ভোলার চরে ভূমি মালিকদের ওপর হামলা, আহত ২৫ কটিয়াদীতে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম রাজশাহীতে পাথরবোঝাই ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার হিজবুল্লাহর হামলা প্রতিরোধে ব্যর্থতা স্বীকার করল ইসরাইল ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ মুফতি রফিকুল ইসলাম

সকল