মান্দায় ৫ বছরের শিশুকে ধর্ষণ : বৃদ্ধ গ্রেফতার
- মান্দা (নওগাঁ) সংবাদদাতা
- ০৭ মে ২০২৪, ২০:০৭
নওগাঁর মান্দায় পান খাওয়ানোর প্রলোভন দিয়ে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে আতাউর রহমান চেকু (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে অভিযুক্ত আতাউর রহমানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আতাউর রহমান চেকু উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গাড়ীক্ষেত্র গ্রামের বাসিন্দা।
শিশুটির মা বলেন, ‘সোমবার সন্ধ্যার আগে আমি বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। এ সময় প্রতিবেশী শিশুদের সাথে আমার মেয়ে খেলা করছিল। সেখান থেকে পান খাওয়ানোর প্রলোভন দিয়ে প্রতিবেশী আতাউর রহমান চেকু মেয়েকে তার বাড়িতে নিয়ে যায়।’
তিনি আরো বলেন, ‘ঘটনার সময় আতাউর রহমান চেকুর বাড়িতে কেউ ছিল না। এ সুযোগে চেকু আমার শিশু মেয়েকে ধর্ষণ করে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর আমার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে সব ঘটনার বর্ণনা দেয়। পরে মেয়েকে মান্দা হাসপাতালে ভর্তি করে দেই।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এ ঘটনায় শিশুটির মা মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত আতাউর রহমানকে মঙ্গলবার বিকেলে গ্রেফতার করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা