২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


দালাই লামার সাথে বৈঠক করলেন তৃতীয় মার্টিন লুথার কিং

দালাই লামার সাথে বৈঠক করলেন তৃতীয় মার্টিন লুথার কিং - ফাইল ছবি

আমেরিকান মানবাধিকার অ্যাক্টিভিস্ট এবং লোকহিতৈষী তৃতীয় মার্টিন লুথার কিং সোমবার ধর্মশালায় তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সাথে বৈঠক করেছেন। উল্লেখ্য, এই লুথার কিং হলেন প্রখ্যাত নাগরিক অধিকার নেতা মার্টি লুথার কিং জুনিয়রের ছেলে।

দালাই লামার সাথে বৈঠকে তৃতীয় লুথার কিংয়ের সাথে তার স্ত্রী এবং মেয়েসহ পরিবারের সদস্যরা ছিলেন।

তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, 'তার সান্নিধ্যে আসাতে পারা, তার শক্তি অনুভব করতে পারা, আমাদের দুনিয়া সম্পর্কে তার চিন্তাধারা শোনা হবে স্রষ্টার সকল সন্তানের জন্য আরো কল্যাণময় দুনিয়া সৃষ্টি কিভাবে করা যায়, তা উপলব্ধি করার বিষয়।'

তিনি বলেন, তিনি দালাই লামার সাথে আগেও বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের সাইরাকস বিশ্ববিদ্যালয় এবং ওয়াশিংটন ডিসিতে দালাই লামার ৭৫তম জন্মদিন উদযাপনে উপস্থিত থাকার কথাও তিনি তুলে ধরেন।

এদিকে এক এক্স পোস্টে তৃতীয় মার্টিন লুথার কিং আবারো তার সাথে সাক্ষাত করতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দালাই লামার ভালোবাসা, সহানুভূতি এবং উদারতার বাণীর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, দালাই লামা ঐক্য এবং সবার মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন।

সূত্র : দি প্রিন্ট


আরো সংবাদ



premium cement