২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


পাঞ্জাবে আসন ভাগাভাগি সম্পন্ন : পিএমএল-এন ৫, পিপিপি ৫

পাঞ্জাবে আসন ভাগাভাগি সম্পন্ন : পিএমএল-এন ৫, পিপিপি ৫ - ছবি : সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্ত্রিসভার আসন ভাগাভাগি নিয়ে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মধ্যে সমঝোতা হয়েছে। দল দুটি প্রাদেশিক পরিষদের আসন্ন উপ-নির্বাচনে যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারেএ একমত হয়।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজ ও পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারির মধ্যে এক বৈঠকে এ ব্যাপারে একমত প্রতিষ্ঠা হয়।

সভায় সমঝোতা হয় যে পাঞ্জাব ১০ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভায় পিপিপি ও পিএমএল-এন সমান পাঁচটি করে আসন পাবে। তবে মুখ্যমন্ত্রী দুজন উপদেষ্ট ও দুজন বিশেষ উপদেষ্টা নিয়োগ করতে পারবেন। আজ শনিবার ১০ সদস্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করতে পারে।

দুই নেতা পাঞ্জাব প্রাদেশিক পরিষদের স্পিকার চৌধুরী পারভেজ এলাহির অপসারণেও একমত হয়। সমঝোতা অনুযায়ী, পিএমএল-এন প্রাদেশিক স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনবে, আর তাতে পিপিপি সমর্থন দেবে। স্পিকারকে অপসারণের জন্য যেকোনো পদক্ষেপ গ্রহণের সবুজ সঙ্কেত দেয়া হয়েছে হামজা শাহবাজকে।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল


আরো সংবাদ



premium cement