০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


টিকা রফতানির ঘোষণা ভারতের

টিকা রফতানির ঘোষণা ভারতের - ছবি : সংগৃহীত

ফের করোনার টিকা রফতানি শুরু করতে যাচ্ছে ভারত। আগামী মাসেই শুরু হবে টিকা রফতানি। সোমবার দিল্লিতে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় সাংবাদিকদের এ তথ্য জানান। চলতি বছরের এপ্রিলে করোনাভাইরাসের সংক্রমণ তীব্র হয়ে উঠলে টিকা রফতানি বন্ধ করে দেয় ভারতে।

বাংলাদেশের সাথে ভারতের সিরাম ইনস্টিটিউটের ‘কোভিশিল্ড’ রফতানি নিয়ে চুক্তি হয়েছিল। কিছু টিকা সরবরাহের পর তা বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশ বেশ বেকায়দায় পড়ে।

মন্ত্রী জানান, অক্টোবরের মধ্যে ৩০ কোটির বেশি টিকা ভারত উৎপাদন করবে। জানুয়ারি মাসের মধ্যে উৎপাদিত হবে ১০০ কোটি টিকা। এপ্রিল মাসে রফতানি বন্ধ করে দেয়ার আগে ভারত ৯৩টি দেশে মোট সাড়ে ৬ কোটি ডোজ কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকা রফতানি করেছিল।

দেখুন:

আরো সংবাদ



premium cement