২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


আইএসআইকে তথ্য পাচার, ভারতীয় সেনা আটক

আটককৃত ভারতীয় সেনাসদস্য সোমবীর - সংগৃহীত

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানকে আটক করা হয়েছে। আটককৃত ওই জওয়ানের নাম সোমবীর। তার বাড়ি দেশটির হরিয়ানা রাজ্যে।

রাজস্থান পুলিশের হাতে আটক হওয়া ওই জওয়ান ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্ক রেজিমেন্টে কর্মরত ছিল। রোববার সেনাবাহিনীর পক্ষ থেকে সোমবীরের আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।

ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা কর্ণেল সম্বিত ঘোষ জানিয়েছেন, ওই জওয়ানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে এবং তা তদন্ত করছে রাজস্থান পুলিশ। তদন্ত কাজে সেনাবাহিনী পুলিশকে পুরোপুরি সাহায্য করবে।

সেনা সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আইএসআইকে তথ্য পাচারের দায়ে অভিযুক্ত জওয়ান সোমবীরের বাড়ি হরিয়ানা রাজ্যে। তিনি সেনাবাহিনীর আর্মড কর্পে নিযুক্ত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি অনিকা চোপড়া নামে ফেসবুকে একজনের সাথে তার নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছিলেন। ওই অনিকা চোপড়া-র অ্যাকাউন্টটি তৈরি করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। অনিকার সাথে চ্যাট করার সময়ে সোমবীর ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে একাধিক তথ্য আদান প্রদান করেন।

এর আগে একই অভিযোগে সম্প্রতি বিমানবাহিনীর এক গ্রুপ ক্যাপ্টেনকে আটক করে দেশটির সশস্ত্র বাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট। ভারতীয় বিমানবাহিনীর সদস্যদের গতিবিধি সম্পর্কে ব্যাপক তথ্য পাচারের অভিযোগ রয়েছে ওই ক্যাপ্টেনের বিরুদ্ধে।


আরো সংবাদ



premium cement