০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


ইকুয়েডর ও আর্জেন্টিনার জয়

-

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজির জালে ৯ গোল ইকুয়েডরের। দুর্বল প্রতিপক্ষকে পেয়ে ছেলেখেলা করেছে লাতিন আমেরিকান দেশটি। আর্জেন্টিনায় চলমান আসরে গত পরশু ‘বি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ইকুয়েডর। গ্রুপসেরা হয়েছে শেষ ষোল নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। আর সোভাকিয়া ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে অপেক্ষায় রয়েছে সেরা চারে থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার।
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ইতিহাসে এটা তৃতীয় বৃহত্তম জয়। আসরে সবচেয়ে বড় জয়ের নরওয়ের ২০১৯ সালে ১২-০ গোলে হন্ডুরাসের বিপক্ষে। ১৯৯৭ সালে বেলজিয়ামকে ১০-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
দিনের অন্য ম্যাচে আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা ৫-০ গোলে বিধ্বস্ত করেছে প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডকে। টানা তিন জয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টাইনরা। ৩১ মে নকআউট পর্বে মাঠে নামবে স্বাগতিকরা।


আরো সংবাদ



premium cement