০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


ব্রিসবেনে ভারতের ঐতিহাসিক জয়

-

যেখানে ১৯৮৮ সালের পর কোনো টেস্ট হারেনি অস্ট্রেলিয়া। অজিদের দুর্গ বলে পরিচিত ব্রিসবেনের গ্যাবা। সেখানেই এমন পতন! তাই চতুর্থ ও শেষ টেস্টে স্বাগতিকদেরই এগিয়ে রাখছিলেন সবাই। কিন্তু তারুণ্যে ভর করেই সেই দুর্গের পতন ঘটিয়েছে ভারত। ৩২৮ রান তাড়ায় শেষ টেস্ট ৩ উইকেটে জিতে সিরিজটা ২-১ ব্যবধানে নিশ্চিত করেছে আজিঙ্কা রাহানের দল।
এর ফলে ৩২ বছর পর গ্যাবায় হার দেখল অস্ট্রেলিয়া। ১৯৮৮তে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল এ মাঠে। একই সাথে এই মাঠে জয় পাওয়া প্রথম এশিয়ান দলটিও ভারত। ফলে ঐতিহাসিক জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে গেছে টিম ইন্ডিয়া। অজিরা তিনে আর নিউজিল্যান্ড দুইয়ে। অবশ্য শেষ দিনের পুরোটাই ছিল রোমাঞ্চে ভরা। শেষ দিকে ঋষভ পান্তের ব্যাটিং বীরত্বই জিতিয়েছে ভারতকে। আর ৩ ওভার ভারতকে আটকে রাখতে পারলেই ড্র নিয়ে মাঠ ছাড়তে পারত অজিরা।
১৮ রানে রোহিত শর্মা ফিরে গেছেন যদিও, কিন্তু প্রতিরোধ গড়ে ভারতকে এগিয়ে নিয়েছেন শুভমান গিল ও চেতেশ্বর পূজারা। এই জুটিতে ভর করেই একটা সময় স্কোর দাঁড়ায় ১৩২ রান। ৯১ রানে নাথান লায়নের শিকার হন গিল। কিন্তু মাঝপথে পূজারাকে ৫৬, রাহানে ২৪ ও মায়াঙ্ক আগারওয়ালকে ৯ বিদায় করে অস্ট্রেলিয়াও ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। ভাতের স্কোর তখন ৫ উইকেটে ২৬৫। কিন্তু ৯৩ ও ৯৪ ওভারে ওয়াশিংটন সুন্দর ও পান্তের বেশ কিছু বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে এটা নিশ্চিত হয়ে যায় তারুণ্যে ভর করে গ্যাবার পতন ঘটাতে যাচ্ছে ভারতীয়রা। আর সেটিই ঘটল। পান্তের বাউন্ডারিতে জিতল ভারত। ৮৯ রানে অপরাজিত ছিলেন ভারতীয় উইকেটকিপার। ম্যাচসেরাও হয়েছেন তিনি। তবে সিরিজ সেরা প্যাট কামিন্স।


আরো সংবাদ



premium cement
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী তমা হত্যা : খুনি লিটনের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দুই ভারতীয় গুপ্তচরকে বহিষ্কারের প্রসাথে কী বলল অস্ট্রেলিয়া চীনে মহাসড়কে ধস, নিহত বেড়ে ৪৮ তাবলীগ জামাতের মুসল্লিদের ১৩ কেজি গরুর গোশত চুরি আন্তঃসীমান্ত নদীর বন্যার তথ্য আদান-প্রদান শুরু করেছে ভারত-বাংলাদেশ সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট লিডার তৌহিদুজ্জামান নিপু ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে শিশু অপহরণের একমাস পর উদ্ধার, এক দম্পতি গ্রেফতার আইসিজেতে ইসরাইলের বিরুদ্ধে সমর্থন দেবে তুরস্ক

সকল