২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


অনুশীলনে মাশরাফি সাইফউদ্দিন

-

অধিনায়ক হিসেবেই সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন মাশরাফি বিন মর্তুজা। সাড়ে ৮ মাস বিরতির পর মিরপুরের চেনা প্রান্তরে এসে বাংলাদেশের সফলতম অধিনায়ক হাসতে হাসতে বললেন, ‘সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমিও দেখছি সব কেমন যেন নতুন লাগছে।’
নতুন লাগারই কথা। করোনায় নিজে ও পরিবারের অন্যদের আক্রান্ত হওয়া, হ্যামস্ট্রিংয়ের চোট, সব মিলিয়ে মাঠ ও মাশরাফির দূরত্ব। চোটের কারণে ছিলেন না চলতি বঙ্গবন্ধু টি-২০র প্লেয়ার্স ড্রাফটে। ফেরার লড়াইয়ে ১০ কেজি ওজন কমিয়ে গতকাল বোলিং করলেন মিরপুর অ্যাকাডেমি মাঠের সেন্টার উইকেটে। পাঁচ দলের কোনো একটি আগ্রহ দেখালেই খেলতে পারবেন মাশরাফি।
দুপুর ১২.১০ মিনিটে অ্যাকাডেমি মাঠে প্রবেশ করে হালকা রানিং করেন। এরপর ৪ ওভার বোলিং করেন। এ সময় তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেন বিসিবির ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার। তার কথায়, ‘মাশরাফি ১০ কেজির মতো (ওজন) কমিয়েছে। আরো কমাবে। যেভাবে অনুশীলন করছে এভাবে অবশ্যই সে ফিট হয়ে ফিরতে পারবে। টেকনিক নিয়ে তো কোনো সমস্যা নাই, সমস্যাটা ফিটনেসে। ও অন্যরকম। অনেক কিছুই করতে পারে।’
এ দিকে মিনিস্টার গ্রুপ রাজশাহীর সাইফউদ্দিন চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন। আসর শুরুর আগে হঠাৎ ইনজুরি তাকে মাঠের বাইরে ঠেলে দিয়েছে। তিনি প্রথম তিন রাউন্ড খেলতে পারবেন না সেটি জানাই ছিল। আজ থেকে শুরু হচ্ছে হচ্ছে চতুর্থ রাউন্ড। সাইফউদ্দিনের দল মিনিস্টার রাজশাহী খেলবে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে। তবে দলের জন্য দুঃসংবাদ হলো এই ম্যাচেও খেলতে পারছেন না। তবে আগামী সপ্তাহের মধ্যেই মাঠে নামতে পারবেন সাইফউদ্দিন। মিনিস্টার রাজশাহীর কোচ সারোয়ার ইমরান জানান, ‘আশা করছি ৬ ডিসেম্বরের ম্যাচেই সাইফউদ্দিনকে পাওয়া যাবে। যদি সেটি না হয়, তবে ৮ ডিসেম্বর এই অলরাউন্ডারের মাঠে নামার সম্ভাবনা খুব বেশি। এখন সে হালাক স্ট্রেচিং করতে দৌড়াতে পারছে।’

 


আরো সংবাদ



premium cement