১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলকদ ১৪৪৫
`


মারকাযুদ দিরাসার সবক উদ্বোধন করবেন বাইতুল মোকারমের খতিব

মুফতী রুহুল আমীন। ইনসেটে মুফতী রেজাউল হক মোহাম্মদ আব্দুল্লাহ (বামে) ও মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী (ডানে) - ফাইল ছবি

রাজধানীর প্রসিদ্ধ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়া ঢাকার নতুন শিক্ষাবর্ষের সবক শুরু হবে আজ। রোববার (২৮ এপ্রিল) মাগরিবের নামাজের পর সবকের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকররমের খতিব আল্লামা মুফতী রুহুল আমীন।

এ উপলক্ষে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মারকাযুদ দিরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম ঢাকার মুহতামিম ও গবেষক আলেম মুফতী রেজাউল হক মোহাম্মদ আব্দুল্লাহ।

এদিন সবক উদ্বোধনের আগে শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিত শ্রোতাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন বাইতুল মোকাররমের খতিব আল্লামা মুফতী রুহুল আমীন এবং তার আখেরী মোনাজাতের মাধ্যমেই মহতী এ সভার সমাপ্তি হওয়ার কথা রয়েছে।


আরো সংবাদ



premium cement