৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


বার্সা-বায়ার্ন ফিফটি ফিফটি : সুয়ারেজ

-

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে নাপোলির বিপক্ষে পেনাল্টিতে একটি গোল পেয়েছেন লুইস সুয়ারেজ। তার দল বার্সেলোনা উঠেছে কোয়ার্টার ফাইনালে। শেষ আটে তাদের প্রতিপক্ষ শক্তিশালী বায়ার্ন মিউনিখ। তাই কোয়ার্টার ফাইনালে যেকোনো কিছু হতে পারে বলে মনে করেন বার্সেলোনা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তার মতে, লড়াইটা হবে সমানে সমান।
রেকর্ড টানা ত্রয়োদশ বারের মতো ইউরোপ সেরার প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। টানা আটবারের বেশি উঠতে পারেনি আর কোনো দল। এই মৌসুমে এরই মধ্যে ঘরোয়া ডাবল জিতেছে বায়ার্ন। আর বার্সেলোনা লা লিগা শিরোপা হাতছাড়া করার আগে ছিটকে যায় কোপা দেল রে থেকে। তবে ইউরোপ সেরার মঞ্চে দুই দলের সামনে সমান সুযোগ দেখছেন শেষ ষোলোর ফিরতি লেগে বার্সেলোনার তৃতীয় গোলটি করা সুয়ারেজ।
উরুগুয়ান স্ট্রাইকার বলেছেন, ‘এক লেগের ম্যাচে সবারই সমান সুযোগ থাকে (করোনাভাইরাসে প্রভাবে এবার এক লেগ হবে চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল)। তাই এটা ফিফটি-ফিফটি।

 


আরো সংবাদ



premium cement