১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


আজই শিরোপা নিশ্চিত নিয়ে সন্দিহান সুজন

একাদশ গড়তেই হিমশিম খাচ্ছে আবাহনী

-

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা প্রায় নিশ্চিত আবাহনী লিমিটেডের। আর মাত্র একটি ম্যাচে জিতলেই শিরোপা ঘরে তুলবে ডিপিএলের অন্যতম সফল দলটি। এরইমধ্যে একটি খারাপ সংবাদও আছে আকাশি-নীল শিবিরে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে দলটির ১০ ক্রিকেটার বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। আরো দু’জন ক্রিকেটার আছেন ইনজুরিতে। এমন অবস্থায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারছে না ঐতিহ্যবাহী ক্লাবটি। একাদশ সাজাতেই হিমশিম খেতে হবে দলটিকে। এমন অবস্থায় দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের খেলতে নেমে যাওয়ার জোগাড় হয়েছে।
সুজন জানিয়েছেন তারা জোড়াতালি দিয়ে একটি দল সাজানোর চেষ্টা করছেন। আপাতত ৯ জন ক্রিকেটারকে একসাথে করতে পেরেছেন তারা। ম্যাচ খেলার আগে আরো দু’জন ক্রিকেটারকে দলে নেবেন বলে জানালেন প্রধান কোচ। ‘আসলে ওই বয়স তো নাই। মন চায় খেলে ফেলি। দল করাই কঠিন এখন। ১০ জন খেলোয়াড় নাই, খালেদ আর জয় ইনজুরিতে। কাজেই ১২ জন খেলোয়াড় নাই। ছয়জন আছে। এই ছয়জনের সাথে আগে আমি এনেছিলাম আরো তিনজনকে। তাই ৯ জন আছে। দেখি আরো দু-একজন পাওয়া যায় কি না।’
আবাহনীর ক্রিকেটারদের মধ্যে জিম্বাবুয়ে সিরিজের দলে ডাক পেয়েছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানভির ইসলাম। এর মধ্যে খালেদ আহমেদ ও মাহমুদুল হাসান জয় আছেন ইনজুরিতে।
যারা আছেন তাদের নিয়েই লড়াইয়ের ইঙ্গিত দিয়ে সুজন বলেছেন, ‘যখন আপনি শেখ জামাল আর মোহামেডানের বিপক্ষে খেলবেন কঠিন তো বটেই। ১০ খেলোয়াড় চলে যাওয়ায় কাগজে কলমে তারা আমাদের থেকে শক্তিশালী। আমি উদ্বিগ্ন না, লড়াই করব। ইচ্ছা তো ছিল অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হবো। বাকিটা আল্লাহর ইচ্ছা।’
গুঞ্জন আছে জাতীয় দলের ক্যাম্পে থাকলেও আবাহনীর তিন ক্রিকেটার দলটির সাথে মঙ্গলবারের ম্যাচটির জন্য যোগ দিতে পারেন। যদিও এই বিষয়টি উড়িয়ে দিয়েছেন সুজন। প্রথম বিভাগ বা প্রিমিয়ার লিগে খেলা কোনো ক্রিকেটারকেও তারা নিতে পারবেন না। এ কারণেই বিপাকে পড়তে হয়েছে আবাহনীকে। এই সমস্যা নিয়ে সুজন বলেন, ‘আমি জানি না কেউ আসবে কি না। আমি আমার মত যেখান থেকে পারি খেলোয়াড় নিয়ে আসছি। প্রথম বিভাগ যারা খেলেছে তাদের নিতে পারব না। একদম নিবন্ধিত নয় এমন খেলোয়াড় নিতে হবে। আমি রাজশাহী থেকে নিয়ে এসেছি দু’জন। চেষ্টা করছি ১২-১৩ জন জোগাড় করতে।’
শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে থাকা তিন ক্রিকেটারকে আবাহনী লিমিটেডের জন্য ছেড়েছে বিসিবি। সুপার লিগের তৃতীয় রাউন্ডের জন্য আবাহনীর আবেদনের ভিত্তিতে ক্রিকেটারদের ছাড়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। ছাড় পাওয়া তিন ক্রিকেটার হলেন- আফিফ হোসেন, তানভীর ইসলাম ও তানজীম হাসান সাকিব। শেখ জামালের বিপক্ষে আজ সুপার লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলেই আবার স্কোয়াডে ফিরে যাবেন তিন ক্রিকেটার।


আরো সংবাদ



premium cement
মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গাজায় নিজেদের গুলিতে পাঁচ ইসরাইল সেনা নিহত ৪ হাজার কর্মী ছাঁটাই করবে তোশিবা নাইক্ষ‍্যংছড়ির পাহাড়ি এলাকা থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার ভবিষ্যতে চট্টগ্রাম বন্দর অন্য দেশেও এর কার্যক্রম চালাবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বাংলাদেশের সাথে আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তায় অবদান রাখতে আগ্রহী অস্ট্রেলিয়া ২০৪১ সালের মধ্যে ১০ বিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর খাতের উন্নয়ন চায় বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে স্পেনের রাষ্ট্রদূত ও ইউএনএইচসিআর প্রতিনিধির সাক্ষাৎ বৌদ্ধ পূর্ণিমাকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই : ডিএমপি কমিশনার চামড়া শিল্পকে বাঁচাতে পরিবেশবান্ধব বিনিয়োগ বাড়াতে হবে : পরিবেশমন্ত্রী প্রার্থিতা দিতে হাইকোর্টের আদেশ বাতিল, সেলিম প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা

সকল