১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


‘বার্সাতেই থাকবেন মেসি’

-

লিওনেল মেসির বার্সেলোনা ক্লাব ছাড়া নিয়ে গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। যদিও সব গুঞ্জনকে এক বাক্যেই উড়িয়ে দিয়েছেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। তিনি বলেছেন, মেসি বার্সাতেই ফুটবল ও ওয়ার্কিং ক্যারিয়ার শেষ করতে চায়।
মেসির সাথে বার্সার বর্তমান চুক্তিটি শেষ হবে ২০২১ সালে। গুঞ্জন চলছে এরপর আর চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নন মেসি। কিন্তু বার্সা সভাপতি এসব খবর উড়িয়ে দিয়ে পরিষ্কার করতে চাইলেন সব কিছু, ‘আমরা অনেকের সাথেই সমঝোতা করছি। তবে মেসি আমাদের কাছে পরিষ্কার করেছে, সে এখানেই থাকতে চায়।’
খবর ছড়ায় বার্সায় চলমান অস্থিরতার কারণ নাকি খোদ মেসি! এসব খবর ভালোভাবে নিতে পারছেন না বার্সার প্রাণভোমরা। তাই চুক্তি বাড়ানোর বিষয়ে তিনি নাকি আর কথাই বলতে চাচ্ছেন না ক্লাবটির সাথে। তবে বার্তোমেউর ভাষ্যে মিললো উল্টো ইঙ্গিত, ‘সে থাকবে, তাই আমরা আরো বেশি সময় তার খেলা উপভোগ করতে পারব।’ এ সময় রিয়ালের প্রতি রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ করেন তিনি, ‘করোনা সঙ্কটের শুরু থেকেই দেখতে পারছি, এখানে সব কিছু সমতায় বিরাজ করছে না। ফলাফলেও এর প্রভাবটা দেখতে পাই, দেখে মনে হয় একই দলকে বুঝি তারা সুবিধা দিচ্ছে।’

 


আরো সংবাদ



premium cement