২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


শিরোপা জিতলেও বোনাস পাবেন না মাদ্রিদের খেলোয়াড়রা

-

লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলেও কোনো ধরনের বোনাস পাবেন না রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। করোনার কারণে ইতোমধ্যেই রিয়ালের খেলোয়াড়রা তাদের বেতনের ১০ শতাংশ কেটে নেবার ব্যাপারে ক্লাবের সাথে সমঝোতায় পৌঁছেছে। একইসাথে ঘরোয়া কিংবা ইউরোপীয়ান সাফল্য সত্ত্বেও কোনো ধরনের বোনাস তারা গ্রহণ করবেন না। অধিনায়ক সার্জিও রামোসের নেতৃত্বে সব খেলোয়াড়রাই ক্লাবের আর্থিক ক্ষতির বিষয়টি অনুভব করে পরিচালকদের প্রস্তাবকে মেনে নিয়েছে। ২০১৯-২০ মৌসুমে কোনো ধরনের বোনাস থাকছে না এটা নিশ্চিত হয়ে গেছে। ২০১৬-১৭ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের ডাবল শিরোপা জয় করায় একেক জন খেলোয়াড় গড়ে প্রায় এক মিলিয়ন ইউরো করে বোনাস পেয়েছিল।

 


আরো সংবাদ



premium cement