০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


পাকিস্তানকে হারানো কঠিন তবে অসম্ভব নয় : ডমিঙ্গো

গতকাল মিরপুরে ক্রিকেটারদের প্র্যাকটিস সেশন : নয়া দিগন্ত -

সর্বশেষ পাঁচ দেখায় বাংলাদেশ তিনবার পাকিস্তানকে হারিয়েছে। এটিও হতে পারে আত্মবিশ্বাসের জ্বালানি। ডমিঙ্গো বলেন, ‘পাকিস্তান সফরে যেতে আমার কোনো সমস্যা নেই। বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছি। পাকিস্তানের মাটিতে তাদের হারানো কঠিন কিন্তু অসম্ভব নয়।’
ভারতে হাতছানি ছিল সিরিজ জয়ের। নিজেদের ভুলেই বাংলাদেশ হারিয়েছে ইতিহাস গড়ার সুযোগ। পরের সিরিজে সম্ভাবনাগুলোকে বাস্তবতায় রূপ দিতে চান রাসেল ডমিঙ্গো। পাকিস্তানে গিয়ে টি-২০ সিরিজ জিততে চান একমাত্র বিদেশী কোচিং স্টাফ হিসেবে দলের সাথে যেতে রাজি হওয়া প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তিনি মনে করেন পাকিস্তানের মাটিতে তাদেরকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশ দলের।
পাকিস্তান সফর নিয়ে ডমিঙ্গো বলেন, ‘তারা টি-২০ ক্রিকেটে বিশ্বের নামকরা দল। শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজকে দলে ফিরিয়ে এনেছে। মোহাম্মদ আমিরকে নেয়নি; কিন্তু আমাদের মনে রাখতে হবে ওরা টি-২০ সেরা এবং পুরো আত্মবিশ্বাস নিয়ে আমাদের সেখানে যেতে হবে। আমরা দেখাতে চাই, বিশ্বের এক নম্বর দলের সাথে কতটা লড়াই করতে পারি। ভারতে আমরা ভারতকে প্রায় হারিয়েই দিয়েছিলাম (সিরিজে)। এবার আমরা সত্যিই আরো ভালো করতে চাই ও পাকিস্তানের মাটিতে তাদেরকে হারাতে চাই।’
বাংলাদেশের এবারের চ্যালেঞ্জও কম কঠিন নয়। টি-২০ র্যাংকিংয়ের শীর্ষ দল পাকিস্তানের সাথে খেলবে র্যাংকিংয়ে ৯ এ থাকা বাংলাদেশ। সর্বশেষ ভারত সফরের টি-২০ সিরিজে ভারতকে প্রথম ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ। যেটি ছিল সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের বিপক্ষে প্রথম জয়। কিন্তু শেষ পর্যন্ত সিরিজ হারতে হয়েছে ২-১ ব্যাবধানে। তবে পুরো সিরিজে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ। যা দলকে পূর্ণ আত্মবিশ্বাস জুগিয়েছে। ডমিঙ্গোর কথায়, ‘আমাদের টি-২০ ক্রিকেটে উন্নতি হচ্ছে। পাকিস্তান সফর আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্বের সেরা দলের সাথে আমরা কতটুকু প্রতিদ্বন্দ্বিতা করতে পারি সেটাই দেখার বিষয়।’
যারা পাকিস্তান যেতে চান না তাদের সম্পর্কে ডমিঙ্গো বলেন, ‘আমি বাংলাদেশের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি। ধারাবাহিকভাবে সবকিছু মনিটর করব এবং দলের উন্নতির চেষ্টা করব। আমি কখনো পাকিস্তান সফরে যাইনি। এটিকে ভালো চ্যালেঞ্জ হিসেবে দেখছি। পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতি দেখতে চাই। এখন যারা যেতে চাইছে না, এটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত ব্যাপার। খেলা তো আর থেমে থাকবে না। বাংলাদেশ দলতো খেলতেই যাচ্ছে।’


আরো সংবাদ



premium cement