২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


করুনারত্মের শতকে রেকর্ড জয় লঙ্কার

-

পারফেক্ট করুনারত্মে। অপ্রতিরোধ্য শ্রীলঙ্কা। নতুন দলনায়কের অধীনে টানা তৃতীয় টেস্ট জেতার কৃতিত্ব এশিয়ার অন্যতম আলোচিত দলটির। স্পিনারদের একচ্ছত্র দাপটের মাঠ হিসেবে খ্যাত গল স্টেডিয়ামে লঙ্কার নতুন ইতিহাস রচনার জয়োৎসবে মুখ্য অবদানও রেখেছেন অধিনায়ক করুনারত্মে। তার অনবদ্য সেঞ্চুরি নিশ্চিত করেছে টেস্ট চ্যাম্পিয়নশিপে দেশটির উড়ন্ত সূচনা। ২ ম্যাচের সিরিজের উদ্বোধনীতে করুনারত্মের যোগ্য অধিনায়ক হিসেবে উদ্ভাসিত হওয়ার সুবাদে পূর্ণ ৬০ পয়েন্ট অর্জন শ্রীলঙ্কার। গতকাল গল টেস্টের পঞ্চম দিনে স্বাগতিক দলটির ৬ উইকেটের বিজয় উল্লাস সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে।
করুনারত্মের স্মরণীয় ব্যাটিং নৈপুণ্য প্রদর্শনের খেলায় রেকর্ড গড়েই জিতেছে লঙ্কা। ইতিহাসের প্রথম দল হিসেবে তারা গলে ১০০ বা ততধিক রান চেজ করার কৃতিত্বের জন্ম দিয়েছে। স্বাগতিকদের ঐতিহাসিক বিজয়ে ‘এক্স ফ্যাক্টর’ ভূমিকা পালন করেছে ব্যাট হাতে অধিনায়ক করুনারত্মের মাইলফলক স্পর্শের সাফল্যে। তার নাম অন্তর্ভুক্ত হয়েছে টেস্ট ফরম্যাটের কোনো খেলার চতুর্থ ইনিংসে সেঞ্চুরির অধিকারী লঙ্কানদের এলিট কাতারে। দেশটির ইতিহাসের তৃতীয় ওপেনার হিসেবে তিনি ওই রেকর্ডের জন্ম দিলেন।
করুনারত্মের আগে লঙ্কান ওপেনার সনৎ জয়সুরিয়া ও কুশাল মেন্ডিস ৫ দিনের ম্যাচের চতুর্থ ইনিংসে শতকের দেখা পান। বণার্ঢ্য ক্যারিয়ারে দুই দফায় ওই কৃতিত্বের জন্ম দেন কিংবদন্তি ওপেনার জয়সুরিয়া। তবে তাদের দুইজনের ব্যক্তিগত সাফল্যের তিনম্যাচেই হারের দুঃস্বপ্ন হজম করেছে লঙ্কা। ব্যতিক্রম ঘটল করুনারত্মের বেলায়। গল টেস্টের চতুর্থ ইনিংসে তার ১২২ রানের দুর্দান্ত সংগ্রহ স্বাগতিকদের বিজয় সুনিশ্চিত করেছে। জয়ের জন্য ২৬৮ রানের টার্গেটে খেলতে নামা লঙ্কানদের দাপুটে সমাপ্তি চতুর্থ দিনের। উদ্বোধনী জুটিতে থিরুমানে-করুনারত্মের অবিচ্ছিন্ন ১৩৩ রানের জুটি খেলা থেকেই ছিটকে দেয় সফরকারী কিউইদের। পঞ্চম দিনের লাঞ্চের আগেই দলটির পরাজয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে করুনারত্মের নবম শতকে। ৬ উইকেট হাতে রেখে ২৬৮ রান সংগ্রহ সিরিজেও তাদের এগিয়ে দিয়েছে ১-০ ব্যবধানে। ২৪৩ বলের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান করুনারত্মে। লঙ্কানদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান করেন থিরুমানে।

সংক্ষিপ্ত স্কোর

টস : নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড: ২৪৯/১০ ও ২৮৫/১০
শ্রীলঙ্কা: ২৬৭/১০ ও ২৬৮/৪
ফল : শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: দিমুথ করুনারত্মে
সিরিজ : ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে লিড লঙ্কার


আরো সংবাদ



premium cement
দশমিনা ট্রাকচালককের হত্যা করে রড ছিনতাই : ২ দিনের রিমান্ডে শিক্ষক দূরদর্শনের লোগোর রং বদলে ‘গেরুয়া’ করা নিয়ে বিতর্ক মিরসরাইয়ে হিটস্ট্রোকে আওয়ামী লীগ নেতার মৃত্যু শিক্ষার্থীদের শাসনের ব্যাপারে শিক্ষকদের যে অনুমতি দিলো ভারতীয় হাইকোর্ট গাজা যুদ্ধে ব্যর্থতা : পদত্যাগ করছেন ইসরাইলি সেনাপ্রধান কুষ্টিয়াতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে ১১ মিলিশিয়া যোদ্ধা নিহত মুরাদনগরে বাস-সিএনজির সংঘর্ষে একজন নিহত, আহত ৩ পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ১৫০০ কোটি টাকা গাজাবাসীর দৃঢ়তা দেখে ফরাসি কোচের ইসলাম গ্রহণ ইরাকে সমাকামিতার সর্বোচ্চ শাস্তি ১৫ বছরের কারাদণ্ড

সকল