২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

নেইমারের জন্য প্যারিসে গেলেন বার্সা ডিরেক্টর

-

ব্রাজিল অধিনায়ক নেইমারকে পুনরায় দলে পেতে ফ্রান্সের প্যারিসে উড়ে গেলেন বার্সেলোনার ডিরেক্টর এরিক তিনি। নেইমারের বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সাথে কথা বলতেই প্যারিস গেছেন আবিদাল। তার সাথে আছেন ব্রাজিলের তারকা ফুটবলার ফিলিপ কুতিনহোর এজেন্ট কিয়া জোরাবিচিয়ান। চার বছর বার্সেলোনায় কাটিয়ে ২০১৭ সালে পিএসজিতে যোগ দেন নেইমার। পিএসজিতে যোগ দেয়ার পর থেকেই ক্লাবের সাথে বিভিন্ন ধরনের ঝামেলায় দিন কাটাচ্ছেন তিনি। তাই আগামী মওসুমে পিএসজি ছাড়ার ঘোষণা দেন তিনি। তার ঘোষণার পর নেইমারকে দলে নিতে আগ্রহ দেখায় বিভিন্ন ক্লাব। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এই দুই ক্লাবকে অবশ্য শর্তও জুড়ে দিয়েছে পিএসজি। শর্ত হলো এমনÑ অনেক টাকা এবং তিনজন ভালো ফুটবলার পেলেই নেইমারকে ছাড়তে পারে পিএসজি। কিন্তু এই শর্তে প্রথমে রাজি হয়নি বার্সেলোনা। ফলে নেইমারের প্রতি আগ্রহ বেড়ে যায় রিয়াল মাদ্রিদের। তবে হঠাৎ করেই প্যারিসে উড়ে গেলেন বার্সেলোনার বার্সালোনার ডিরেক্টর আবিদাল। এটি বার্সেলোনার সংবাদ মাধ্যমের দাবি। তারা আরো খবর করেছে, ‘নেইমারকে পেতে ৮০০ কোটি ২১ লাখ টাকা পর্যন্ত দিতে রাজি বার্সেলোনা। পাশাপাশি কুতিনহো এবং ইভান রাকিটিচকে চেড়ে দেবে।’
তবে এই সফরে সব হিসাব-নিকাশ মিলে গেলে, আগামী মওসুমে আবারো এক সাথে মাঠ মাতাতে দেখা যাবে মেসি-নেইমার-সুয়ারেজকে। ফরাসি লিগ ইতোমধ্যে মাঠে গড়িয়েছে। এসব ঝামেলার কারণে নেইমারকে প্রথম ম্যাচে খেলায়নি পিএসজি। তবে স্প্যানিশ লিগ এখনো শুরু না হওয়াতে, নেইমার ইস্যু আগেভাগেই শেষ করতে মুখিয়ে আছে বার্সেলোনা। এ দিকে খবর বেড়িয়েছে বার্সেলোনায় ফিরতে নেইমারকে ফোন করেছেন মেসি।

 


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে ভূমিদস্যুর বিরুদ্ধে ঝাড়-মিছিল ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে হাউছিদের সরাসরি হামলা গাজা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মিরসরাই প্রেস ক্লাবের নতুন সভাপতি মিঠু, সম্পাদক মাঈন আইসিসির সিদ্ধান্ত ইসরাইলকে প্রভাবিত করবে না : নেতানিয়াহু শনিবার বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয় মে মাসে দেশে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে ডাসারে শিশু খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শরবত বিতরণ কর্মসূচি ঢাকা মহানগরী দক্ষিণের শতাধিক স্পটে জামায়াতের খাবার পানি ও স্যালাইন বিতরণ দ্বিপক্ষীয় বাণিজ্যিক বাধা দূর করতে সম্মত ভুটান ও বাংলাদেশ

সকল