২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


জল জল খেলা

-

ঝুম ঝুম বাজে
নাচে ধিন তা যে
কতসুর তুলে যায়
বৃষ্টির পা যে!
ধিন ধিন তা না
ডাহুকের ছানা
উড়-ঝাঁপ খেলে চলে
মেলে কচি ডানা।

ভয় ভয় পায়ে
কাদামাখা গায়ে
খোকা ফেরে ঘরে
বকা দেয় মায়ে।
টুপটুপ ঝরে
সব জলে ভরে
মহাসুখে জেলে ভাই
কত মাছ ধরে!

জল জল খেলা
সবুজের মেলা
বর্ষার রূপ দেখে
কেটে যায় বেলা।


আরো সংবাদ



premium cement