২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


বৃষ্টি ঝরা দিন

-

মেঘ গুড় গুড় হাতছানি দেয় বৃষ্টি ঝরা ঠোঁটে
আষাঢ় দিনের আভাস পেয়ে কদম কেয়া ফোটে।
বৃষ্টি পড়ে সব ভরে যায় ছলাৎ ছলাৎ সুরে
খালে বিলে মাঠে ঘাটে কাছে কিবা দূরে।

ঝম ঝমা ঝম বৃষ্টি ঝরে নীল চাঁদোয়ার নিচে
জেলেরা ঐ জাল ফেলে তাই চলছে মাছের পিছে।
হঠাৎ আঁধার আসে নেমে ছামিয়ানা ছিঁড়ে
আষাঢ় দিনের বৃষ্টি দেখে শৈশবে যাই ফিরে।

 


আরো সংবাদ



premium cement