০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


বজ্জাত মশা

-


মশা তুই ঠসা নাকি?
এত কই দূরে যা,
এই ঘর ভেবে পর
নিজ ঘরে উড়ে যা।

তবু দেখি কাজ একী!
পাশে এসে বসে সে,
বিষঠোঁট দেয় চোট
গালে-নাকে ঘষে সে!

মশারির ক’সারির
ফুটোগুলো খোঁজে সে,
গজা ভেবে মজা নেবে
ডুবে থাকে ভোজে সে!

রোজরোজ হই ভোজ
আছি বড় জ্বালাতে,
মন চায় দুখে হায়!
বাড়ি ছেড়ে পালাতে!


আরো সংবাদ



premium cement