২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ফাগুন এলো

-

বিরস বদন শীতের পরে
ঝলমলিয়ে ফাগুন এলো,
রৌদ্ররাঙা ভীষণ কড়া
ধরা যেন আগুন পেলো।

সেই আগুনে লাল হলো যে
পলাশ এবং কৃষ্ণচূড়া
আকন্দ আর ভাঁটফুলে তো
গাঁয়ের পথটা পুরোই জুড়া।

সজনে গাছের ফুলে মাতাল
আমার গাঁয়ের সকল বাড়ি,
দেবকাঞ্চন আর মাধবী ফুল
মনটাকে আজ দিচ্ছে নাড়ি।

স্বর্গীয় এক দৃশ্য দেখি
পাখিরা সব ফুলের পাশে,
বন সাজানোর বসন্ততে
মন সাজানোর ফাগুন হাসে।


আরো সংবাদ



premium cement